(a) কিভাবে একটি Yahoo mail (ymail) account তৈরী করা হয়।
কিভাবে Desktop/ Laptop থেকে Yahoo account তৈরী করা হয়:
(i) প্রথমে yahoo এর Sing up এ যেতে হবে। Sign up page.
(ii) প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম পূরণ করতে হবে।
(iii) "Mobile phone number" section এ, country code সহ একটি চালু মোবাইল নাম্বার লিখে Continue এ click করতে হবে।
(iv) মোবাইল নাম্বার verify করতে Text me a code (or Call me with a code) তে click করতে হবে।
- নির্দিষ্ট মোবাইল নাম্বারে message এর মাধ্যমে একটি Account Key code আসবে অথবা call করে একটি জানানো হবে।
(vi) কোডটি লিখে Submit code এ click করতে হবে।
কিভাবে mobile device থেকে Yahoo account তৈরী করা হয়:
(i) প্রথমে yahoo এর Sing up এ যেতে হবে। Go to the Sign up page.
(ii) প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম পূরণ করতে হবে।
(iii)"Mobile phone number" section এ, country code সহ একটি চালু মোবাইল নাম্বার লিখে Continue এ click করতে হবে।
(iv) মোবাইল নাম্বার verify করতে Text me a code তে click করতে হবে।
- নির্দিষ্ট মোবাইল নাম্বারে message এর মাধ্যমে একটি Account Key code আসবে।
(v) কোডটি লিখে Verify এ click করতে হবে।
(vi) Let's get started এ click করতে হবে।
কিভাবে feature (non-Smartphone) device থেকে Yahoo account তৈরী করা হয়:
Feature phone or tablet এর যে কোন একটি browser open করতে হবে।
(i) প্রথমে yahoo এর Sing up এ যেতে হবে। https://m.yahoo.com/.
(ii) Menu icon এ click করতে হবে .
(iii) Sign in এ click করতে হবে।
(iv) Create Account এ click করতে হবে।
(v) প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম পূরণ করে Create account এ click করতে হবে।
(vi) মোবাইল নাম্বার verify করতে Send SMS তে click করতে হবে।
- নির্দিষ্ট মোবাইল নাম্বারে message এর মাধ্যমে একটি Account Key code আসবে।
(vii) কোডটি লিখে Submit code এ click করতে হবে।Enter the code and tap Submit code.
(viii) Get started এ click করতে হবে।
|