(b) কিভাবে USB cable ব্যবহার করে একটি Android device এর Internet কম্পিউটারে ব্যবহার করা যায়।
প্রথমে একটি USB cable ব্যবহার করে Android device কে কম্পিউটারের সাথে সংযুক্ত করতে হবে।
এখন Android device এর Tethering & portable hotspot চালু করার জন্য নিচের পদ্ধতি অনুসরণ করতে হবে:
(i) Android device এর notification এ গিয়ে USB storage select করতে হবে। এবার turn on usb storage এ click না করে back button এ click করে ফিরে আসতে হবে।
(ii) এবার Android device এর settings option এ গিয়ে WIRELESS & NETWORKS section থেকে More../ connection select করতে হবে।
(iii) Tethering & portable hotspot select করতে হবে।
(iv) USB tethering এ
টিক মার্ক দিতে হবে।
এবার Android device এর DATA CONNECTION ON করলে সংযুক্ত কম্পিউটারে internet ব্যবহার করা যাবে।
নিচে চিত্রসহ বর্ণনা এবং ভিডিও দেওয়া হল
চিত্রসহ বর্ণনা :
প্রথমে একটি USB cable ব্যবহার করে Android device কে কম্পিউটারের সাথে সংযুক্ত করতে হবে।
এখন Android device এর Tethering & portable hotspot চালু করার জন্য নিচের পদ্ধতি অনুসরণ করতে হবে:
(i) Android device এর notification এ গিয়ে USB storage select করতে হবে। এবার turn on usb storage এ click না করে back button এ click করে ফিরে আসতে হবে। (See screenshot below).
(ii) এবার Android device এর settings option এ গিয়ে WIRELESS & NETWORKS section থেকে More../ connection select করতে হবে। (See screenshot below).
(iii) Tethering & portable hotspot select করতে হবে। (See screenshot below).
(iv) USB tethering এ
টিক মার্ক দিতে হবে। (screenshot below).
এবার Android device এর DATA CONNECTION ON করলে সংযুক্ত কম্পিউটারে internet ব্যবহার করা যাবে। (screenshot below).
|