৭. ইন্টারনেটঃ ইন্টারনেট-এর ব্যবহার এবং কাজ।

(1) Internet Connection and share:

a. Ethernet cable ব্যবহার করে কিভাবে একটি কম্পিউটারে Internet সংযোগ দেওয়া হয়।
b. কিভাবে USB cable ব্যবহার করে একটি Android device এর Internet কম্পিউটারে ব্যবহার করা যায়।
c.  কিভাবে Wi-Fi ব্যবহার করে একটি Android device এর Internet কম্পিউটারে ব্যবহার করা যায়।
d.  কিভাবে কম্পিউটারের Internet, Wi-Fi এর মাধ্যমে share করা যায়।


(2) Gmail:

 
 
a. কিভাবে একটি Gmail account তৈরী করা হয়।
b. কিভাবে একটি Gmail account এর password change এবং reset করা হয়।
  c. কিভাবে Gmail account এর security বৃদ্ধির জন্য 2-Step Verification করা হয়।
  d. কিভাবে Gmail account কে Microsoft Outlook এ connect করা হয়।


(3) Yahoo mail:

 
 
a.  কিভাবে একটি Yahoo mail (ymail) account তৈরী করা হয়।
b.  কিভাবে একটি Yahoo Account এর password change, recover or reset করা যায়।
c.  কিভাবে Yahoo account কে Microsoft Outlook এ connect করা হয়।



(4) Facebook:



a.  একটি Facebook account কি কাজে ব্যবহ্নত হয়।.
b.  কিভাবে একটি E-mail account ব্যবহার করে Facebook account করা যায়।
c. কিভাবে একটি Mobile Number ব্যবহার করে Facebook account করা যায়।
d.  কিভাবে Facebook account এ Profile picture এবং Cover picture যুক্ত করা যায়।
e.  কিভাবে Facebook এ একটি Friend এর account খুঁজা হয়।
f.  কিভাবে একটি Friend Request Send এবং Confirm করা যায়।
g.  কিভাবে Facebook এ comments, picture or video post করা যায়।
h.  কিভাবে Facebook password change অথবা reset করা যায়।
i.  কিভাবে একটি facebook account safe রাখাতে হবে।

(c) কিভাবে Wi-Fi ব্যবহার করে একটি Android device এর Internet কম্পিউটারে ব্যবহার করা যায়।

প্রথমে Android device এর Internet Wi-Fi এর মাধ্যমে share করতে হবে। এজন্য নিচের পদ্ধতিগুলো অনুসরণ করতে হবে:

(i) Android device এর DATA CONNECTION ON করতে হবে।
(ii) এবার Android device এর settings option এ গিয়ে WIRELESS & NETWORKS section থেকে More../ connection select করতে হবে।
(iii) Tethering & portable hotspot select করতে হবে।
(iv) Wi-Fi hotspot select করতে হবে।
(v) Set up Wi-Fi hotspot select করতে হবে।
(vi) Network SSID name দিতে হবে (যেকোন নাম), security type WPA2 PSK select করতে হবে এবং সর্বনিম্ন 8 charecters এর Password লিখে Save select করতে হবে।
(vii) এখন Wi-Fi hotspot turn on করতে হবে।

এতে Android device এর Internet Wi-Fi এর মাধ্যমে share হবে এবং notification আসবে Tethering or hotspot active.
 



এবার Wi-Fi এর মাধ্যমে share করা Android device এর Internet কম্পিাউটারে গ্রহণ করতে নিচের পদ্ধতি অনুসরণ করতে হবে:

প্রথমে নিশ্চিত হতে হবে যে কম্পিউটারে wireless adapter installed আছে কিনা।
সাধারণত Laptop কম্পিউটারে wireless adapter built-in থাকে, কিন্তু অনেক desktops কম্পিউটারে wireless adapter built-in থাকে না। যাদের কম্পিউটারে wireless adapter built-in নেই তারা USB dongle adapter ব্যবহার করতে পারে। যা দামে সস্তা এবং কম্পিউটারের USB port এর সাথে সংযুক্ত করে ব্যবহার করা যাবে। অথবা wireless network card ব্যবহার করা যেতে পারে যা USB dongle adapter এর চেয়ে শক্তিশালী।

 

 

 

 

 

 



যদি কম্পিউটারে wireless adapter থাকে তবে check করতে হবে এর software installed আছ কিনা এবং Wi-Fi turn on নিশ্চিত করতে হবে।

এখন কম্পিউটারের network icon এ click করলে Android device

থেকে share করা Network SSID name টি দেখা যাবে। এবার এর উপর click করে Connect এ click করতে হবে।

এবার Security key (Android device এর Wi-Fi-hotspot password) দিয়ে OK তে click করতে হবে।

এখন কম্পিউটারে internet ব্যবহার করা যাবে। পরের বার থেকে শুধু Android device এর hotspot & DATA connection ON অথবা OFF করে কম্পিটারের সাথে internet সংযোগ নিশ্চিত অথবা বিচ্ছিন্ন করা যাবে। Android device এর hotspot & DATA connection ON করলে কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে Internet সংযোগ চালু হবে। তবে কম্পিউটারটি অবশ্যই Android device এর Wi-Fi range মধ্যে থাকতে হবে।




নিচে চিত্রসহ বর্ণনা এবং ভিডিও দেওয়া হল

চিত্রসহ বর্ণনা :

কিভাবে Wi-Fi ব্যবহার করে একটি Android device এর Internet কম্পিউটারে ব্যবহার করা যায়:

প্রথমে Android device এর Internet Wi-Fi এর মাধ্যমে share করতে হবে। এজন্য নিচের পদ্ধতিগুলো অনুসরণ করতে হবে:

(i) Android device এর DATA CONNECTION ON করতে হবে। (See screenshot below).




(ii) এবার Android device এর settings option এ গিয়ে WIRELESS & NETWORKS section থেকে More../ connection select করতে হবে। (See screenshot below).




(iii) Tethering & portable hotspot select করতে হবে। (See screenshot below).
 




(iv) Wi-Fi hotspot select করতে হবে। (screenshot below).



(v) Set up Wi-Fi hotspot select করতে হবে। (See screenshot below).
 




(vi) Network SSID name দিতে হবে (যেকোন নাম), security type WPA2 PSK select করতে হবে এবং সর্বনিম্ন 8 charecters এর Password লিখে Save select করতে হবে। (See screenshot below).
 




(vii) এখন Wi-Fi hotspot turn on করতে হবে। (See screenshot below).
 






এবার Wi-Fi এর মাধ্যমে share করা Android device এর Internet কম্পিাউটারে গ্রহণ করতে নিচের পদ্ধতি অনুসরণ করতে হবে:

প্রথমে নিশ্চিত হতে হবে যে কম্পিউটারে wireless adapter installed আছে কিনা।
সাধারণত Laptop কম্পিউটারে wireless adapter built-in থাকে, কিন্তু অনেক desktops কম্পিউটারে wireless adapter built-in থাকে না। যাদের কম্পিউটারে wireless adapter built-in নেই তারা USB dongle adapter ব্যবহার করতে পারে। যা দামে সস্তা এবং কম্পিউটারের USB port এর সাথে সংযুক্ত করে ব্যবহার করা যাবে। অথবা wireless network card ব্যবহার করা যেতে পারে যা USB dongle adapter এর চেয়ে শক্তিশালী।

 

 

 

 

 

 



যদি কম্পিউটারে wireless adapter থাকে তবে check করতে হবে এর software installed আছ কিনা এবং Wi-Fi turn on নিশ্চিত করতে হবে।

এখন কম্পিউটারের network icon এ click করলে Android device

থেকে share করা Network SSID name টি দেখা যাবে। এবার এর উপর click করে Connect এ click করতে হবে।





এবার Security key (Android device এর Wi-Fi-hotspot password) দিয়ে OK তে click করতে হবে।



এখন কম্পিউটারে internet ব্যবহার করা যাবে। পরের বার থেকে শুধু Android device এর hotspot & DATA connection ON অথবা OFF করে কম্পিটারের সাথে internet সংযোগ নিশ্চিত অথবা বিচ্ছিন্ন করা যাবে। Android device এর hotspot & DATA connection ON করলে কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে Internet সংযোগ চালু হবে। তবে কম্পিউটারটি অবশ্যই Android device এর Wi-Fi range মধ্যে থাকতে হবে।