৭. ইন্টারনেটঃ ইন্টারনেট-এর ব্যবহার এবং কাজ।

(1) Internet Connection and share:

a. Ethernet cable ব্যবহার করে কিভাবে একটি কম্পিউটারে Internet সংযোগ দেওয়া হয়।
b. কিভাবে USB cable ব্যবহার করে একটি Android device এর Internet কম্পিউটারে ব্যবহার করা যায়।
c.  কিভাবে Wi-Fi ব্যবহার করে একটি Android device এর Internet কম্পিউটারে ব্যবহার করা যায়।
d.  কিভাবে কম্পিউটারের Internet, Wi-Fi এর মাধ্যমে share করা যায়।


(2) Gmail:

 
 
a. কিভাবে একটি Gmail account তৈরী করা হয়।
b. কিভাবে একটি Gmail account এর password change এবং reset করা হয়।
  c. কিভাবে Gmail account এর security বৃদ্ধির জন্য 2-Step Verification করা হয়।
  d. কিভাবে Gmail account কে Microsoft Outlook এ connect করা হয়।


(3) Yahoo mail:

 
 
a.  কিভাবে একটি Yahoo mail (ymail) account তৈরী করা হয়।
b.  কিভাবে একটি Yahoo Account এর password change, recover or reset করা যায়।
c.  কিভাবে Yahoo account কে Microsoft Outlook এ connect করা হয়।



(4) Facebook:



a.  একটি Facebook account কি কাজে ব্যবহ্নত হয়।.
b.  কিভাবে একটি E-mail account ব্যবহার করে Facebook account করা যায়।
c. কিভাবে একটি Mobile Number ব্যবহার করে Facebook account করা যায়।
d.  কিভাবে Facebook account এ Profile picture এবং Cover picture যুক্ত করা যায়।
e.  কিভাবে Facebook এ একটি Friend এর account খুঁজা হয়।
f.  কিভাবে একটি Friend Request Send এবং Confirm করা যায়।
g.  কিভাবে Facebook এ comments, picture or video post করা যায়।
h.  কিভাবে Facebook password change অথবা reset করা যায়।
i.  কিভাবে একটি facebook account safe রাখাতে হবে।

(a) কিভাবে একটি Gmail account তৈরী করা হয়।

Gmail একটি web-based email account, যা Google কর্তৃক পরিচালিত:


Gmail


 

নিচে কিভাবে একটি Gmail account তৈরী করা যায় তা step by step চিহ্নসহ বর্ণনা করা হল:

Step 1: প্রথমে Google এর website এ প্রবেশ করতে হবে। নিচে link দেওয়া হল:
  http://www.google.co.uk.

Step 2: উপরের ডান পাশে Gmail এ click করতে হবে।

Gmail


Step 3: আবার উপরের ডান পাশে Create an account এ click করতে হবে।

Gmail

Step 4: প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম পূরণ করে Next step এ click করতে হবে।

Gmail

Step 5: CAPTCHA code লিখতে হবে। CAPTCHA code লিখতে না চাইলে mobile number verification করতে হবে। Mobile number লিখে Send এ click করলে Mobile এ একটি code আসবে। এবার Code টি লিখে Verify করতে হবে। Next step এ click করলে account তৈরীর কাজ শেষ হবে।

Gmail


Step 8: Profile এ picture দিতে চাইলে Upload photos তে click করে কম্পিউটার থেকে picture select করে upload করতে হবে অথবা Next step এ click করলে সরাসরি Mail Inbox এ চলে যাবে।

Gmail

Gmail





ভিডিও:

কিভাবে একটি Gmail account তৈরী করা হয়: