(a) Ethernet cable ব্যবহার করে কিভাবে একটি কম্পিউটারে Internet সংযোগ দেওয়া হয়।
প্রথমে Ethernet cable টি কম্পিউটারের সাথে সংযোগ করতে হবে।
(i) প্রথমে start icon এ click করে Control Panel এ click করতে হবে।
(ii) View পরিবর্তনের জন্য Change View by option থেকে Small icons select করুন।
(iii) NETWORK AND SHARING CENTER এ click করতে হবে।
(iv) বাম পাশ থেকে CHANGE ADAPTER SETTINGS এ click করতে হবে।
(v) LOCAL AREA CONNECTION icon এর উপর মউজ পয়েন্টার রেখে মাউজের Right button এ click করে PROPERTIES এ click করতে হবে।
(vi) INTERNET PROTOCOL VERSION 4 (TCP/IPv4) select করে PROPERTIES এ click করতে হবে।
(vii) OBTAIN AN IP ADDRESS AUTOMATICALLYএবং OBTAIN DNS SERVER ADDRESS AUTOMATICALLY এর selection নিশ্চিত করে OK তে click করতে হবে।
(viii) কম্পিউটার Restart করতে হবে।
নিচে চিত্রসহ বর্ণনা এবং ভিডিও দেওয়া হল
চিত্রসহ বর্ণনা :
Ethernet cable ব্যবহার করে কিভাবে একটি কম্পিউটারে Internet সংযোগ দেওয়া হয়:
(i) প্রথমে start icon এ click করে Control Panel এ click করতে হবে। (See screenshot below).
(ii) View পরিবর্তনের জন্য Change View by option থেকে Small icons select করুন। (See screenshot below).
(iii) NETWORK AND SHARING CENTER এ click করতে হবে। (See screenshot below).
(iv) বাম পাশ থেকে CHANGE ADAPTER SETTINGS এ click করতে হবে। (screenshot below).
(v) LOCAL AREA CONNECTION icon এর উপর মউজ পয়েন্টার রেখে মাউজের Right button এ click করে PROPERTIES এ click করতে হবে। (screenshot below).
(vi) INTERNET PROTOCOL VERSION 4 (TCP/IPv4) select করে PROPERTIES এ click করতে হবে। (screenshot below).
(vii) OBTAIN AN IP ADDRESS AUTOMATICALLYএবং OBTAIN DNS SERVER ADDRESS AUTOMATICALLY এর selection নিশ্চিত করে OK তে click করতে হবে। (screenshot below).
(viii) কম্পিউটার Restart করতে হবে।
|