(e) কিভাবে Facebook এ একটি Friend এর account খুঁজা হয়।
প্রথমে নিজের Facebook account এ Log in করতে হবে। এবার search bar এ Friend এর e-mail address লিখে search এ click করলে নির্দিষ্ট Friend এর account নিচে দেখা যাবে। E-mail address না থাকলে Friend এর নাম, স্কুলের নাম, ইউনিভার্সিটির নামে, location ইত্যাদি লিখে search করা যাবে। তবে এ ক্ষেত্রে similar অনেক result থেকে নির্দিষ্ট Friend কে খুঁজে বের করতে হবে।
ভিডিও:
কিভাবে Facebook এ একটি Friend এর account খুঁজা হয়:
|