(d) কিভাবে Facebook account এ Profile picture এবং Cover picture যুক্ত করা যায়।
কিভাবে profile picture যুক্ত করা যায়: Facebook account এ Log in করতে হবে। Profile এ প্রবেশ করতে উপরের ডান পাশে Facebook account এর নামের উপর click করতে হবে। Add Photo তে click করে Upload photo তে click করত হবে। এবার কম্পিউটার থেকে নির্দিষ্ট picture select করে Open এ click করতে হবে। Picture টিকে Drag করে সুন্দর position এ বসিয়ে Save এ click করতে হবে।
কিভাবে Cover picture যুক্ত করা যায়: Facebook account এ Log in করতে হবে। Profile এ প্রবেশ করতে উপরের ডান পাশে Facebook account এর নামের উপর click করতে হবে। Add Cover Photo তে click করে Upload photo তে click করত হবে। এবার কম্পিউটার থেকে নির্দিষ্ট picture select করে Open এ click করতে হবে। Picture টিকে Drag করে সুন্দর position এ বসিয়ে Save Change এ click করতে হবে।
ভিডিও:
কিভাবে Facebook account এ Profile picture এবং Cover picture যুক্ত করা যায়:
|