৭. ইন্টারনেটঃ ইন্টারনেট-এর ব্যবহার এবং কাজ।

(1) Internet Connection and share:

a. Ethernet cable ব্যবহার করে কিভাবে একটি কম্পিউটারে Internet সংযোগ দেওয়া হয়।
b. কিভাবে USB cable ব্যবহার করে একটি Android device এর Internet কম্পিউটারে ব্যবহার করা যায়।
c.  কিভাবে Wi-Fi ব্যবহার করে একটি Android device এর Internet কম্পিউটারে ব্যবহার করা যায়।
d.  কিভাবে কম্পিউটারের Internet, Wi-Fi এর মাধ্যমে share করা যায়।


(2) Gmail:

 
 
a. কিভাবে একটি Gmail account তৈরী করা হয়।
b. কিভাবে একটি Gmail account এর password change এবং reset করা হয়।
  c. কিভাবে Gmail account এর security বৃদ্ধির জন্য 2-Step Verification করা হয়।
  d. কিভাবে Gmail account কে Microsoft Outlook এ connect করা হয়।


(3) Yahoo mail:

 
 
a.  কিভাবে একটি Yahoo mail (ymail) account তৈরী করা হয়।
b.  কিভাবে একটি Yahoo Account এর password change, recover or reset করা যায়।
c.  কিভাবে Yahoo account কে Microsoft Outlook এ connect করা হয়।



(4) Facebook:



a.  একটি Facebook account কি কাজে ব্যবহ্নত হয়।.
b.  কিভাবে একটি E-mail account ব্যবহার করে Facebook account করা যায়।
c. কিভাবে একটি Mobile Number ব্যবহার করে Facebook account করা যায়।
d.  কিভাবে Facebook account এ Profile picture এবং Cover picture যুক্ত করা যায়।
e.  কিভাবে Facebook এ একটি Friend এর account খুঁজা হয়।
f.  কিভাবে একটি Friend Request Send এবং Confirm করা যায়।
g.  কিভাবে Facebook এ comments, picture or video post করা যায়।
h.  কিভাবে Facebook password change অথবা reset করা যায়।
i.  কিভাবে একটি facebook account safe রাখাতে হবে।

(C) কিভাবে একটি Mobile Number ব্যবহার করে Facebook account করা যায়।


একটি Facebook account তৈরী করতে নিচের দুইটির একটি লাগবে:

  • একটি E-mail account


  • অথবা

  • একটি phone number

Note: একটি Facebook account করতে অবশ্যই কমপক্ষে ১৩ বছর বয়স হতে হবে।

নিচে কিভাবে একটি Facebook account তৈরী করতে হয় তা step by step চিহ্নসহ বর্ণনা করা হল:

(i) প্রথমে নিচের link এ প্রবেশ করতে হবে:
  http://www.facebook.com.

(ii) Creat an account এর নিচে নাম, একটি E-mail account অথবা একটি phone number (Country code সহ), Password, জন্ম তারিখ দিয়ে এবং Gender select করে Create an account এ click করত হবে।

Gmail


(iii) Mobile number verification এর জন্য "Confirm by sending me a text" select করতে হবে। 6 character এর confirmation code মোবাইলে Text message হিসাবে আসবে। Code টি লিখে Next এ click করতে হবে।

Gmail

এখন Facebook account তৈরী হয়েছে। Facebook account modification এর জন্য নিচের step গুলো অনুসরণ করতে হবে:

Step 1: Account এ Friend add করতে নির্দিষ্ট Friend এর কাছে প্রথমে Friend Request পাঠাতে হবে। এজন্য Facebook এর search bar এ নির্দিষ্ট Friend এর e-mail address লিখে Find Friend এ click করতে হবে।

Step 2: .Facebook থেকে বের হতে অবশ্যই Log out করতে হবে। এজন্য উপরের ডান পাশে Down arrow তে click করে Log out এ click করতে হবে।

Gmail


পুনরায় প্রবেশ এর জন্য http://www.facebook.com তে প্রবেশ করে নির্দিষ্ট E-mail or phone number লিখে Log Inএ click করতে হবে।

Gmail






ভিডিও:

কিভাবে একটি E-mail account ব্যবহার করে Facebook account করা যায়: