৭. ইন্টারনেটঃ ইন্টারনেট-এর ব্যবহার এবং কাজ।

(1) Internet Connection and share:

a. Ethernet cable ব্যবহার করে কিভাবে একটি কম্পিউটারে Internet সংযোগ দেওয়া হয়।
b. কিভাবে USB cable ব্যবহার করে একটি Android device এর Internet কম্পিউটারে ব্যবহার করা যায়।
c.  কিভাবে Wi-Fi ব্যবহার করে একটি Android device এর Internet কম্পিউটারে ব্যবহার করা যায়।
d.  কিভাবে কম্পিউটারের Internet, Wi-Fi এর মাধ্যমে share করা যায়।


(2) Gmail:

 
 
a. কিভাবে একটি Gmail account তৈরী করা হয়।
b. কিভাবে একটি Gmail account এর password change এবং reset করা হয়।
  c. কিভাবে Gmail account এর security বৃদ্ধির জন্য 2-Step Verification করা হয়।
  d. কিভাবে Gmail account কে Microsoft Outlook এ connect করা হয়।


(3) Yahoo mail:

 
 
a.  কিভাবে একটি Yahoo mail (ymail) account তৈরী করা হয়।
b.  কিভাবে একটি Yahoo Account এর password change, recover or reset করা যায়।
c.  কিভাবে Yahoo account কে Microsoft Outlook এ connect করা হয়।



(4) Facebook:



a.  একটি Facebook account কি কাজে ব্যবহ্নত হয়।.
b.  কিভাবে একটি E-mail account ব্যবহার করে Facebook account করা যায়।
c. কিভাবে একটি Mobile Number ব্যবহার করে Facebook account করা যায়।
d.  কিভাবে Facebook account এ Profile picture এবং Cover picture যুক্ত করা যায়।
e.  কিভাবে Facebook এ একটি Friend এর account খুঁজা হয়।
f.  কিভাবে একটি Friend Request Send এবং Confirm করা যায়।
g.  কিভাবে Facebook এ comments, picture or video post করা যায়।
h.  কিভাবে Facebook password change অথবা reset করা যায়।
i.  কিভাবে একটি facebook account safe রাখাতে হবে।

(h) কিভাবে Facebook password change অথবা reset করা যায়।


 

Current password জানা থাকলে খুব সহজে নিচের পদ্ধতিতে password change করা যাবে:
    
(1) Facebook account এ Log in করে উপরের ডান পাশে Down arrow Facebook তে click করে Settings এ click করতে হবে।

Facebook

(2) Password section এর Edit এ click করতে হবে।



Facebook

(3) এবার Current password, New password লিখে Re-type new এ নতুন password টি পুনরায় লিখে Save Changes এ click করতে হবে।

Facebook


Current password জানা না থাকলে নিচের পদ্ধতিতে password reset করা যাবে:

(1) এই link এ click করে Find Your Account Page find account page এ যেতে হেব।

(2) E-mail,

phone number, full name or account username লিখে Search এ click করতে হবে।

(3) On-screen instructions অনুসরণ করে password reset করা যাবে।

উপরের পদ্ধতি অনুসরণের পরও যদি password reser করা না যায় তবে এই link এ click করে recover your accountaccount recover করতে হবে।







ভিডিও:

কিভাবে Facebook password change অথবা reset করা যায়: