৭. ইন্টারনেটঃ ইন্টারনেট-এর ব্যবহার এবং কাজ।

(1) Internet Connection and share:

a. Ethernet cable ব্যবহার করে কিভাবে একটি কম্পিউটারে Internet সংযোগ দেওয়া হয়।
b. কিভাবে USB cable ব্যবহার করে একটি Android device এর Internet কম্পিউটারে ব্যবহার করা যায়।
c.  কিভাবে Wi-Fi ব্যবহার করে একটি Android device এর Internet কম্পিউটারে ব্যবহার করা যায়।
d.  কিভাবে কম্পিউটারের Internet, Wi-Fi এর মাধ্যমে share করা যায়।


(2) Gmail:

 
 
a. কিভাবে একটি Gmail account তৈরী করা হয়।
b. কিভাবে একটি Gmail account এর password change এবং reset করা হয়।
  c. কিভাবে Gmail account এর security বৃদ্ধির জন্য 2-Step Verification করা হয়।
  d. কিভাবে Gmail account কে Microsoft Outlook এ connect করা হয়।


(3) Yahoo mail:

 
 
a.  কিভাবে একটি Yahoo mail (ymail) account তৈরী করা হয়।
b.  কিভাবে একটি Yahoo Account এর password change, recover or reset করা যায়।
c.  কিভাবে Yahoo account কে Microsoft Outlook এ connect করা হয়।



(4) Facebook:



a.  একটি Facebook account কি কাজে ব্যবহ্নত হয়।.
b.  কিভাবে একটি E-mail account ব্যবহার করে Facebook account করা যায়।
c. কিভাবে একটি Mobile Number ব্যবহার করে Facebook account করা যায়।
d.  কিভাবে Facebook account এ Profile picture এবং Cover picture যুক্ত করা যায়।
e.  কিভাবে Facebook এ একটি Friend এর account খুঁজা হয়।
f.  কিভাবে একটি Friend Request Send এবং Confirm করা যায়।
g.  কিভাবে Facebook এ comments, picture or video post করা যায়।
h.  কিভাবে Facebook password change অথবা reset করা যায়।
i.  কিভাবে একটি facebook account safe রাখাতে হবে।

(b) কিভাবে একটি E-mail account ব্যবহার করে Facebook account করা যায়।


একটি Facebook account তৈরী করতে নিচের দুইটির একটি লাগবে:

  • একটি E-mail account


  • অথবা

  • একটি phone number

Note: একটি Facebook account করতে অবশ্যই কমপক্ষে ১৩ বছর বয়স হতে হবে।

নিচে কিভাবে একটি Facebook account তৈরী করতে হয় তা step by step চিহ্নসহ বর্ণনা করা হল:

(i) প্রথমে নিচের link এ প্রবেশ করতে হবে:
  http://www.facebook.com.

(ii) Creat an account এর নিচে নাম, একটি E-mail account অথবা একটি phone number, Password, জন্ম তারিখ দিয়ে এবং Gender select করে Create an account এ click করত হবে।

Gmail


(iii) E-mail confirm করার জন্য নির্দিষ্ট E-mail এ প্রবেশ করে inbox থেকে Facebook এর mail open করে Confirm Your Account এ click করতে হবে।

Gmail

এখন Facebook account তৈরী হয়েছে। Facebook account modification এর জন্য নিচের step গুলো অনুসরণ করতে হবে:

Step 1: Account এ Friend add করতে নির্দিষ্ট Friend এর কাছে প্রথমে Friend Request পাঠাতে হবে। এজন্য Facebook এর search bar এ নির্দিষ্ট Friend এর e-mail address লিখে Find Friend এ click করতে হবে।

Step 2: .Facebook থেকে বের হতে অবশ্যই Log out করতে হবে। এজন্য উপরের ডান পাশে Down arrow তে click করে Log out এ click করতে হবে।

Gmail


পুনরায় প্রবেশ এর জন্য http://www.facebook.com তে প্রবেশ করে নির্দিষ্ট E-mail or phone number লিখে Log Inএ click করতে হবে।

Gmail






ভিডিও:

কিভাবে একটি E-mail account ব্যবহার করে Facebook account করা যায়: