(b) কিভাবে একটি E-mail account ব্যবহার করে Facebook account করা যায়।
একটি Facebook account তৈরী করতে নিচের দুইটির একটি লাগবে:
- একটি E-mail account
অথবা
- একটি phone number
Note: একটি Facebook account করতে অবশ্যই কমপক্ষে ১৩ বছর বয়স হতে হবে।
নিচে কিভাবে একটি Facebook account তৈরী করতে হয় তা step by step চিহ্নসহ বর্ণনা করা হল:
(i) প্রথমে নিচের link এ প্রবেশ করতে হবে:
http://www.facebook.com.
(ii) Creat an account এর নিচে নাম, একটি E-mail account অথবা একটি phone number, Password, জন্ম তারিখ দিয়ে এবং Gender select করে Create an account এ click করত হবে।
×
(iii) E-mail confirm করার জন্য নির্দিষ্ট E-mail এ প্রবেশ করে inbox থেকে Facebook এর mail open করে Confirm Your Account এ click করতে হবে।
এখন Facebook account তৈরী হয়েছে। Facebook account modification এর জন্য নিচের step গুলো অনুসরণ করতে হবে:
Step 1: Account এ Friend add করতে নির্দিষ্ট Friend এর কাছে প্রথমে Friend Request পাঠাতে হবে। এজন্য Facebook এর search bar এ নির্দিষ্ট Friend এর e-mail address লিখে Find Friend এ click করতে হবে।
Step 2: .Facebook থেকে বের হতে অবশ্যই Log out করতে হবে। এজন্য উপরের ডান পাশে Down arrow তে click করে Log out এ click করতে হবে।
পুনরায় প্রবেশ এর জন্য http://www.facebook.com তে প্রবেশ করে নির্দিষ্ট E-mail or phone number লিখে Log Inএ click করতে হবে।
ভিডিও:
কিভাবে একটি E-mail account ব্যবহার করে Facebook account করা যায়:
|