(৩৬) কিভাবে Microsoft Excel এ Pie Graph তৈরী করা হয়।
নিচে Pie Graph এর একটি উদাহরণ দেওয়া হল:
নিচে কিভাবে একটি Pie Graph তৈরী করতে হয় তা step by step বর্ণনা করা হল:
Step-1: প্রথমে excel file open করে যে কোন column এ Garph টির Data Iput দিতে হবে (নিচে চিত্রে A এবং B column এ Data Input দেওয়া হয়েছে)। এবার যে কোন blank cell এ click করে উপরে Insert tab এ click করে Pie
এ click করতে হবে।
Step-2: এবার blank graph এর উপর মাউজ রেখে মাউজের Right button এ click করে Select Data তে click করতে হবে।
Step-3: Legend Entries (Series) থেকে Add এ click করতে হবে।
Step-4: Series name এ যে কোন নাম দিয়ে Series values তে B column এর data range মাউজ দিয়ে drag করে বা লিখে দিয়ে OK তে click করতে হবে।
Step-5: Horizontal (Category) Axis Labels থেকে Edit এ click করতে হবে।
Step-6: Axis labels এ A column এর data range মাউজ দিয়ে drag করে বা লিখে দিয়ে OK তে click করতে হবে।
Step-7: পুনরায় OK তে click করলে slected data গুলোর একটি Pie Graph পাওয়া যাবে।
Step-8: প্রত্যেক color অংশের Data দেখতে চাইলে যে কোন একটি color অংশের উপর মাউজ রেখে মাউজের Right button এ click করে Add Data Labels এ click করলে প্রত্যেক color অংশের Data দেখা যাবে।
ভিডিও:
কিভাবে Microsoft Excel এ Pie Graph তৈরী করা হয়:
|