(১) Microsoft Excel কি এবং কিভাবে তা কম্পিউটারে install করা হয়।
Microsoft Excel কি?
Microsoft Excel হচ্ছে একটি সফটওয়্যার যা ব্যবহারকারীকে স্প্রেডশীট সিস্টেম (spreadsheet system) ব্যবহার করে তথ্য organize, format এবং সূত্র সঙ্গে calculate করতে সহায়তা করে। এটি Microsoft এর তৈরি একটি সফটওয়্যার এবং এটি Microsoft Office suite সফটওয়্যার package এর এটি সফটওয়্যার।
কেন Microsoft Excel ব্যবহার করা হয়?
জটিল এবং বড় Calculation সহ তধ্য সংগঠন যা করতে অনেক জনবল বা সময় প্রয়োজন তা খুব সহজে Microsoft Excel এ খুব অল্প সময়ে করা যায়। নিচে Microsoft Excel ব্যবহারে বিভিন্ন সুবিধাসমুহের তালিকা দেওয়া হল -
- সহজ এবং জটিল calculation সহ তথ্য সুবিন্যস্তভাবে সাজানো যায়
- Spelling & grammar check
- Inserts pictures
- Special codes
- Tables তৈরি
- Pivot tables তৈরী
- Graph তৈরি
- Macros তৈরী
- Visual Basic ব্যবহার করে জটির calulation এর জন্য formula তৈরী করা
- বিভিন্নভাবে Pages কে Print করা
কিভাবে Microsoft Excel কম্পিউটারে install করা হয়?
Microsoft Excel কম্পিউটারে install করতে Microsoft Office সফটওয়্যার install করতে হবে।
|