(৮) Microsoft Excel এ কিভাবে Text এ  bold (B), Italic (I), Underline (U) দেওয়া হয়।
       
        
        
       
        
         (i) যে text এর Font পরিবর্তন করতে হবে সে Cells/ text select করে উপরে Home tab এর Font portion থেকে,   
         (B) তে click করে Text bold করা হয় অথবা অথবা  keyboard থেকে Ctrl+B চেপে Text bold করা হয়,  
		 (I) তে click করে Text Italic করা হয় অথবা অথবা  keyboard থেকে Ctrl+I চেপে Text Italic করা হয়, 
		 (U) তে click করে Text এ Underline দেওয়া হয়  অথবা  keyboard থেকে Ctrl+U চেপে Text এ Underline দেওয়া হয়। 
 
উদাহরণ:  
Bold text = computerknowledge.net 
Italic text = computerknowledge.net 
Underline text = computerknowledge.net 
 
  
       
		  
           
        
	    
        
        
         
        
        
          
        
        
        
        
      ভিডিও: 
        
              Microsoft Excel এ কিভাবে Text এ bold (B), Italic (I), Underline (U) দেওয়া হয়: 
        
    
         
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
         
         
         
   
         |