(১০) Microsoft Excel এ কিভাবে Cells/ Text কে cut, copy এবং paste করা হয়।
Microsoft Excel এ কিভাবে Cells/ Text কে cut, copy এবং paste করা হয়:
Paste: কোন Cells/ Text কে Paste করার জন্য প্রথমে Cells/ Text কে Cut অথবা Copy করতে হয়। এরপর নিচের পদ্ধতিতে Paste করতে হয়।
যে Cells এর উপর Paste হবে সে Cells select করে এর উপর মাউজ cursor রেখে মাউজের Right button এ click করে Paste এ click করতে হবে অথবা Keyboard থেকে Ctrl+V চাপতে হবে।
অথবা
যে Cells/ Text এর উপর Paste হবে সে Cells/ Text select করে উপরে Home tab এর Clipboard portion থেকে Paste এ click করতে হবে।
Cut: Cells/ Text কে এক Cell থেকে অন্য Cell এ সরানোর জন্য Cut করা হয়। Cut করার পর প্রয়োজনীয় Cell এ Paste করতে হয়।
যে Cells/ Text Cut করতে হবে সে Cells/ Text select করে এর উপর মাউজ cursor রেখে মাউজের Right button এ click করে Cut এ click করতে হবে। অথবা Keyboard থেকে Ctrl+X চাপতে হবে।
অথবা
যে Cells/ Text Cut করতে হবে সে Cells/ Text select করে উপরে Home tab এর Clipboard portion থেকে Cut এ click করতে হবে।
Copy: Cells/ Text এর অনুরুপ আরও Cells/ Text তৈরীর জন্য Cells/ Text কে Copy করে Paste করা হয়। এ ক্ষেত্রে একাধিক Paste এ একাধিক Copy হবে।
যে Cells/ Text Copy করতে হবে সে Cells/ Text select করে এর উপর মাউজ cursor রেখে মাউজের Right button এ click করে Copy এ click করতে হবে। অথবা Keyboard থেকে Ctrl+C চাপতে হবে।
অথবা
যে Cells/ Text Copy করতে হবে সে Cells/ Text select করে উপরে Home tab এর Clipboard portion থেকে Copy এ click করতে হবে।
ভিডিও:
Microsoft Excel এ কিভাবে Cells/ Text কে cut, copy এবং paste করা হয়:
|