৫. টিউটোরিয়ালঃ Microsoft Excel এর চিএসহ বর্ণনা এবং ভিডিওসহ Tutorial:



(১) Microsoft Excel কি এবং কিভাবে তা কম্পিউটারে install করা হয়।
(২) কিভাবে Microsoft Excel এর একটি File তৈরী করে Save করা হয়।
(৩) কিভাবে Microsoft Excel file কে password protected করা যায়।
(৪) Microsoft Excel এ কিভাবে Cells/ Text কে Select করতে হয়।
( ৫) Microsoft Excel এ কিভাবে Font পরিবর্তন করতে হয়।
(৬) Microsoft Excel এ কিভাবে Font size পরিবর্তন করা হয়।
(৭) Microsoft Excel এ কিভাবে Font color পরিবর্তন করা হয়।
(৮) Microsoft Excel এ কিভাবে Text এ bold (B), Italic (I), Underline (U) দেওয়া হয়।
(৯) Microsoft Excel এ একাধিক cell কে এক cell এ রুপান্তর করার জন্য কিভাবে Merge cells করা হয়।
(১০) Microsoft Excel এ কিভাবে Cells/ Text কে cut, copy এবং paste করা হয়।
(১১) Microsoft Excel এ কিভাবে Text এর Alignment Left, Right, Center, Top, Middle or Bottom align এ পরিবর্তন করা হয়।
(১২) Microsoft Excel এ Cell এ কিভাবে Border Draw করা হয়।
(১৩) Microsoft Excel এ কিভাবে cells background color পরিবর্তন করা হয়।
(১৪) Microsoft Excel এ কিভাবে Condition (শর্ত সাপেক্ষে) অনুযায়ী cells background color, font এবং border পরিবর্তন করা হয়।
(15) Microsoft Excel এর Cell এ নির্দিষ্ট কিছু Data (Text/ Integer) ব্যতীত অন্য কিছু Input রহিত করার জন্য কিভাবে Data Validation ব্যবহার করা হয়।
(১৬) Microsoft Excel এ কিভাবে rows এবং columns hide অথবা unhide করা হয়।
(১৭) Microsoft Excel এ Filter এর ব্যবহার।
(১৮) কিভাবে Microsoft Excel Page কে Print এর জন্য setup করা হয়।
(১৯) Microsoft Excel এর Page কে কিভাবে Print করা হয়।
(২০) Microsoft Excel এ কিভাবে দুই বা ততোধিক number/Cells কে যোগ করা হয়।
(২১) Microsoft Excel এ কিভাবে দুই বা ততোধিক সংখ্যার এর Average বের করা হয়।
(২২) Microsoft Excel এ কিভাবে দুইটি সংখাকে ভাগ করা হয়।
(২৩) Microsoft Excel এ কিভাবে দুইটি সংখাকে গুন করা হয়।
(২৪) Microsoft Excel এ COUNT Formula এর ব্যবহার।
(২৫) Microsoft Excel এ COUNTIF Formula এর ব্যবহার।
(২৬) Microsoft Excel এ MAX Formula এর ব্যবহার।
(২৭) Microsoft Excel এ MIN Formula এর ব্যবহার।
(২৮) Microsoft Excel এ RANK Formula এর ব্যবহার।
(২৯) Microsoft Excel এ IF Formula এর ব্যবহার।
(৩০) Microsoft Excel এ SUMIFS Formula এর ব্যবহার।
(৩১) Microsoft Excel এ LOOKUP Formula এর ব্যবহার।
(৩২) কিভাবে Microsoft Excel এর Page Watermark ব্যবহার করা যায় বা Background এ Image ব্যবহার করা যায়।
(৩৩) কিভাবে Microsoft Excel এ Column Graph তৈরী করা হয়।
(৩৪) কিভাবে Microsoft Excel এ Line Graph তৈরী করা হয়।
(৩৫) কিভাবে Microsoft Excel এ একাধিক Series এর Line Graph তৈরী করা হয়।
(৩৬) কিভাবে Microsoft Excel এ Pie Graph তৈরী করা হয়।
(৩৭) কিভাবে Microsoft Excel এ Combo Graph তৈরী করা হয়।
(৩৩) কিভাবে Microsoft Excel এ Column Graph তৈরী করা হয়।


 

নিচে Column Graph এর একটি উদাহরণ দেওয়া হল:

SUMIFS



নিচে কিভাবে একটি Column Graph তৈরী করতে হয় তা step by step বর্ণনা করা হল:

(i) প্রথমে excel file open করে যে কোন column এ Garph টির Data Iput দিতে হবে (নিচে চিত্রে A এবং B column এ Data Input দেওয়া হয়েছে)। এবার যে কোন blank cell এ click করে উপরে Insert tab এ click করে Clustered Column

এ click করতে হবে।

SUMIFS

(ii) এবার blank graph এর উপর মাউজ রেখে মাউজের Right button এ click করে Select Data তে click করতে হবে।



SUMIFS


(iii) Legend Entries (Series) থেকে Add এ click করতে হবে।

SUMIFS

(iv) Series name এ যে কোন নাম দিয়ে Series values তে B column এর data range মাউজ দিয়ে drag করে বা লিখে দিয়ে OK তে click করতে হবে।

SUMIFS

(v) Horizontal (Category) Axis Labels থেকে Edit এ click করতে হবে।

SUMIFS

(vi) Axis labelsA column এর data range মাউজ দিয়ে drag করে বা লিখে দিয়ে OK তে click করতে হবে।

SUMIFS

(vii) পুনরায় OK তে click করলে slected data গুলোর একটি Column Graph পাওয়া যাবে।

SUMIFS

(viii) Column গুলোর উপর Data দেখতে চাইলে Column গুলোর উপর মাউজ রেখে মাউজের Right button এ click করেAdd Data Labels এ click করলে column এর উপর Data দেখা যাবে।

SUMIFS











ভিডিও:

কিভাবে Microsoft Excel এ Column Graph তৈরী করা হয়: