(৪) Microsoft Excel এ কিভাবে Cells/ Text কে Select করতে হয়।
Keyboard ব্যবহার করে: Keyboard এর arrow key ব্যবহার করে cursor কে নির্দিষ্ট Cells/ Text এ সরিয়ে Shift চেপে রেখে arrow key এর right, left, down or up চেপে ডানে, বামে, নিচে এবং উপরে select করা যাবে।
অথবা
পুরু page select করতে keyboard থেক Ctrl+A চাপতে হবে।
Mouse ব্যবহার করে: নির্দষ্ট Cells/ Text এর শুরু অথবা শেষে click করে ডানে, বামে, নিচে অথবা উপরে drag করে select করা যাবে।
অথবা
একদম বামে Margin এ মাউজ পয়েন্টার রেখে যখন মাউজ পয়েন্টার Right arrow key ধারণ করবে তখন click করে drag করলে উপরে অথবা নিচে select করা যাবে।
Keyboard and Mouse দুটিই ব্যবহার করে: নির্দষ্ট Cells/ Text এর শুরুতে click করে keyboard থেকে Shift চেপে রেখে Cells/ Text এর শেষে click করলে মাঝের অংশটুকু Select হবে।
ভিডিও:
Microsoft Excel এ কিভাবে Cells/ Text কে Select করতে হয়:
|