র্যাম (RAM)
র্যাম ( RAM) কি?
র্যান্ডম অ্যাক্সেস মেমোরি(ইংরেজি: Random access memory), সংক্ষেপে র্যাম (RAM) হল এক ধরনের কম্পিউটারের উপাত্ত (ডাটা) সংরক্ষণের মাধ্যম। র্যাম থেকে যে কোন ক্রমে উপাত্ত "অ্যাক্সেস" করা যায়, এ কারণেই একে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বলা হয়। র্যান্ডম শব্দটি দিয়ে এখানে বুঝানো হয়েছে - যে কোনো উপাত্ত (তার অবস্থানের উপরে নির্ভর না করে) ঠিক একই নির্দিষ্ট সময়ে উদ্ধার করা যায়। রক্ষনাত্নক দৃষ্টিতে, আধুনিক ডির্যামগুলো র্যান্ডম এ্যাকসেস মেমোরি নয় (যেভাবে এগুলো ডাটা রিড করতে পারে)। একইসাথে, বিভিন্ন ধরনের এসর্যাম, রম, ওটিপি এবং নর ফ্ল্যাশ ইত্যাদি র্যান্ডম এ্যাকসেস মেমোরি। র্যামকে ভোলাটাইল মেমোরি বলা হয় কারন এতে সংরক্ষিত তথ্য বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর আর থাকে না।
কিভাবে একটি র্যাম (RAM) এর ধারণ ক্ষমতা (capacity) পরিমাপ করা হয়?
সাধারণত একটি র্যাম (RAM) এর ধারণ ক্ষমতা (capacity) MegaBytes (MB), GigaBytes (GB) এ পরিমাপ করা হয়। যেমন: 2.00 GB.
নিচে র্যাম (RAM) এর চিত্র দেওয়া হল:
|
1
|
|
2
|
র্যাম ( RAM) কত প্রকার?
র্যাম (RAM) দুই প্রকার:
1. Dynamic RAM (DRAM).
2. Static RAM (SRAM).
নিচে Dynamic RAM (DRAM) র্যাম (RAM) এর প্রকারভেদগুলো দেওয়া হল:
1. SDRAM (Synchronous Dynamic Random Access Memory).
2. DDR SDRAM (Double Data Rate SDRAM).
3. DDR2 SDRAM(Double Data Rate Two SDRAM).
4. DDR3 SDRAM(Double Data Rate Three SDRAM).
5. DDR4 SDRAM (Double Data Rate Fourth SDRAM).
নিচ বিভিন্ন প্রকার Dynamic RAM (DRAM) র্যাম (RAM) এর তুলনা দেওয়া হল?
একটি কম্পিউটারে কি পরিমাণ র্যাম (Ram) প্রয়োজন?
একটি কম্পিউটারে কি পরিমাণ র্যাম (Ram) প্রয়োজন তা নির্ভর করে কম্পিউটারের হর্ডওয়্যার এবং কি ধরণের সফটওয়্যার ব্যবহ্নত হবে তার উপর।
সাধারণত Dual Core প্রসেসর সহ 32 bit অপারেটিং সিস্টেম এর কোন কম্পিউটারে কমপক্ষে 2GB র্যাম প্রয়োজন,
4GB হলে ভালো। আর যে কোন প্রসেসর সহ 64 bit অপারেটিং সিস্টেম এর কোন কম্পিউটারে কমপক্ষে 4GB র্যাম প্রয়োজন,
8GB হলে ভালো। আর Gamming PC এবং ভিডিও এডিটিং (Video editing) এর ক্ষেত্রে কম্পিউটারে কমপক্ষে 4GB র্যাম প্রয়োজন, তবে ডেভলপারগণ (Developer) কমপক্ষে
8GB ব্যবহার করতে বলেন।
নিচে বাজারের সেরা কিছু র্যাম (Ram) Brands এর নাম দেওয়া হল:
1. Corsair
2. G.Skill
3. Crucial
4. OCZ
5. Mushkin
6. Kingston
উপরের Brands গুলোর র্যাম (RAM) এর দাম অনেক বেশী। তবে নিচের Brands গুলোর র্যাম (RAM) বাজারে সহজে পাওয়া যায় এবং দাম তুলনামুলকভাবে সাশ্রয়ী।
1. Hynix
2. Transcend
3. Samsung
4. Lenovo
5. Apacer
6. TwinMOS
7. ADATA
8. Cheval
9. Team
10. Panasonic
11. Super Talent
কিভাবে একটি কম্পিউটারের র্যাম (RAM) কত তা জানা যায়?
১
. প্রথমে বামে নিচের কোণায় start icon এ click করতে হবে।
২. Computer এর উপর মাউজ পয়েন্টার রেখে মাউজের Right button এ click করে Properties এ click করতে হবে।
৩. System catagory তে কম্পিউটারটির র্যাম কত তা দেখা যাবে।
.
ভিডিও:
কিভাবে একটি কম্পিউটারের র্যাম (RAM) কত তা জানা যায়:
|