১. সংজ্ঞাঃ কম্পিউটার Hardware ও Software-এর সংজ্ঞা এবং কাজ।

(a) Hardware:

(i) প্রসেসর (Processor).
(ii) র‍্যাম (Ram).
(iii) হার্ড ডিস্ক (Hard Disk).
(iv) মাদারবোর্ড (Motherboard).
(v) গ্রাফিক্স কার্ড (Graphics Card).
(vi) Pen drive.

(b) Software:
(i) Operating systems.
(ii) Device driver.
(iii) Anti-virus.
(iv) Utility software.
(v) Microsoft Office.
(vi) Graphics Design Software.
(vii) Video Editing Software.
(viii) Audio Editing Software.
(ix) Programming Software.
(x) Media Player Software.
হার্ড ডিস্ক (Hard Disk)
হার্ড ডিস্ক (Hard disk) কি?

হার্ড ডিস্ক (Hard disk) হচ্ছে একটি non-volatile (কম্পিউটার off করলে এর data মুছে যায় না) কম্পিউটার storage device যা অ্যালুমিনিয়াম সঙ্কর ধাতুর তৈরি গোলাকৃতি কতগুলো পাতের সমন্বয়ে গঠিত। পাতগুলো উভয় পৃষ্ঠে চৌম্বক পদার্থের প্রলেপ দেওয়া থাকে এবং একটি ঘূর্ণায়মান দন্ডের (Spindle) সাথে একটি একটি করে পর পর সংযুক্ত হয়ে একটি ডিস্ক প্যাক গঠন করে। ডিস্ক প্যাকটি আবদ্ধ অবস্থায় একটি ডিস্ক ড্রাইভের উপর বসানো থাকে। Read-Write অপারেশনের সময় ডিস্কটি উচ্চ গতিতে ঘুরে। বর্তমানে সাধারণত 80GB (৮০ গিগাবাইট) থেকে 5TB (৫ টেরাবাইট) ধারণ ক্ষমতা সম্পন্ন Hard disk বাজারে পাওয়া যায়।

হার্ড ডিস্ক (Hard disk) বিভিন্ন সাইজের রয়েছে। তবে সাধারণত Desktop হার্ড ডিস্ক ৩.৫" এবং Laptop হার্ড ডিস্ক ২.৫" আকারের হয়ে থাকে।

 

কিভাবে একটি হার্ড ডিস্ক (Hard disk) এর ধারণ ক্ষমতা (capacity) পরিমাপ করা হয়?

সাধারণত একটি হার্ড ডিস্ক (Hard disk) এর ধারণ ক্ষমতা (capacity) MegaBytes (MB),  GigaBytes (GB) অথবা TeraBytes (TB) এ পরিমাপ করা হয়। যেমন: 500GB, 750GB, 2TB, 4 TB.

নিচে একটি হার্ড ডিস্ক (Hard disk) এর বিভিন্ন অংশের নামসহ চিহ্ন দেওয় হল:



হার্ড ডিস্ক (Hard disk) এর প্রকারভেদ:

সাধারণত ৫ ধরণের হার্ড ডিস্ক (Hard disk) বাজারে পাওয়া যায়। নিচে এদের নাম দেওয়া হল:

1. IDE (Integrated Drive Electronics). IDE drives are also known as PATA drives(Parallel advance technology attachment).

2. SATA (Serial Advance Technology Attachment).

SATA I

1.5Gbps or 150MB/s

SATA II

3.0Gbps or 300MB/s

SATA III

6.0Gbps or 600MB/s

3. SCSI (Small Computer System Interface).

4. SAS (Serial Attached SCSI).

5. External removable Hard Disk Drive.


বাজারে সাধারণত নিম্ন লিখিত ধারণ ক্ষমতা সম্পন্ন হার্ড ডিস্ক (Hard disk) পাওয়া যায়:

20 GB

60 GB

120 GB

160 GB

250 GB

320 GB

500 GB

750 GB

1 TB

2 TB

3 TB

4 TB

5 TB

নিচে বাজারের সেরা হার্ড ডিস্ক (Hard disk) Brands এর নামগুলো দেওয়া হল:

1. Western Digital.

2. Seagate.

3. Toshiba.

4. Transcend.

5. Hitachi.

6. A Data.

7. Corsair.

8. Fujitsu.

9. Verico.

10. Transcend

11. Samsung


কিভাবে একটি কম্পিউটারের হার্ড ডিস্ক (Hard disk) কত তা জানা যায়?


১ . প্রথমে বামে নিচের কোণায় start icon এ click করতে হবে।



২. Computer এর উপর মাউজ পয়েন্টার রেখে মাউজের Right button এ click করে Manage এ click করতে হবে।




৩. এবার Disk Management এ click করলে ডানে Total হার্ড ডিস্ক (Hard disk) এর ধারণ ক্ষমতা (capacity) দেখা যাবে।


 .





ভিডিও:

কিভাবে একটি কম্পিউটারের হার্ড ডিস্ক (Hard disk) কত তা জানা যায়?