হার্ড ডিস্ক (Hard Disk)
হার্ড ডিস্ক (Hard disk) কি?
হার্ড ডিস্ক (Hard disk) হচ্ছে একটি non-volatile (কম্পিউটার off করলে এর data মুছে যায় না) কম্পিউটার storage device যা অ্যালুমিনিয়াম সঙ্কর ধাতুর তৈরি গোলাকৃতি কতগুলো পাতের সমন্বয়ে গঠিত। পাতগুলো উভয় পৃষ্ঠে চৌম্বক পদার্থের প্রলেপ দেওয়া থাকে এবং একটি ঘূর্ণায়মান দন্ডের (Spindle) সাথে একটি একটি করে পর পর সংযুক্ত হয়ে একটি ডিস্ক প্যাক গঠন করে। ডিস্ক প্যাকটি আবদ্ধ অবস্থায় একটি ডিস্ক ড্রাইভের উপর বসানো থাকে। Read-Write অপারেশনের সময় ডিস্কটি উচ্চ গতিতে ঘুরে। বর্তমানে সাধারণত 80GB (৮০ গিগাবাইট) থেকে 5TB (৫ টেরাবাইট) ধারণ ক্ষমতা সম্পন্ন Hard disk বাজারে পাওয়া যায়।
হার্ড ডিস্ক (Hard disk)
বিভিন্ন সাইজের রয়েছে। তবে সাধারণত Desktop হার্ড ডিস্ক ৩.৫" এবং Laptop হার্ড ডিস্ক ২.৫" আকারের হয়ে থাকে।
কিভাবে একটি হার্ড ডিস্ক (Hard disk) এর ধারণ ক্ষমতা (capacity) পরিমাপ করা হয়?
সাধারণত একটি হার্ড ডিস্ক (Hard disk) এর ধারণ ক্ষমতা (capacity) MegaBytes (MB), GigaBytes (GB) অথবা TeraBytes (TB) এ পরিমাপ করা হয়। যেমন: 500GB, 750GB, 2TB, 4 TB.
নিচে একটি হার্ড ডিস্ক (Hard disk) এর বিভিন্ন অংশের নামসহ চিহ্ন দেওয় হল:
হার্ড ডিস্ক (Hard disk) এর প্রকারভেদ:
সাধারণত ৫ ধরণের হার্ড ডিস্ক (Hard disk) বাজারে পাওয়া যায়। নিচে এদের নাম দেওয়া হল:
1. IDE (Integrated Drive Electronics). IDE drives are also known as PATA drives(Parallel advance technology attachment).
2. SATA (Serial Advance Technology Attachment).
SATA I
|
1.5Gbps or 150MB/s
|
SATA II
|
3.0Gbps or 300MB/s
|
SATA III
|
6.0Gbps or 600MB/s
|
3. SCSI (Small Computer System Interface).
4. SAS (Serial Attached SCSI).
5. External removable Hard Disk Drive.
1. IDE / PATA (Integrated Drive Electronics Drive / Parallel Advance Technology Attachment Drive):
• IDE/PATA Drives have usually 40 pins.
• IDE/PATA Drives offer 133 MB/sec transfer rate.
• It sends 8 bit data at a time.
• PATA Cables are used to connect PATA HDD. Two drives can be connected in a single pata cable. One as master and other as slave. The configuration of master and slave is done by different combination of jumpers in the hdd.
2. SATA (Serial Advance Technology Attachment Drive):
• SATA Drives have usually 7 pins, 4 pins in pair of two for sending and receiving data and rest 3 pins are grounded.
• SATA Drives offers generally 300MB/sec transfer rate.
• It sends data bit by bit.
• SATA Cables are used to connect SATA HDD. Only one drive can be connected in a single sata cable.
3. SCSI (Small Computer System Interface Drive):
• SCSI Drives have usually 50 to 68 pins.
• SCSI Drive offers generally 640MB/sec transfer rate.
• SCSI Drive offers generally 640MB/sec transfer rate.
• SCSI cables are used to connect SCSI HDD. Maximum of 16 drives can be connected in a single scsi cable. Each hdd have a 8 bytes hexadecimal code known as WWN (world wide name) for its identification in the cable.
4. SAS(Serial Attached SCSI Drive) :
• SAS Drives generally offers 805 MB/sec transfer rate.
• This drives are hot swappable.
• SAS Cables are used to connect SAS Drives. Maximum of 128 drives can be connected in a single sas cable.
5. External removable HDD:
This is the hard disk drives external to system typically connect via USB cable. It is removable in nature and features large storage options and portable design.
It can be use for:
• Backup.
• Data storage.
• External boot disk for system.
• Data cloning/recovery.
বাজারে সাধারণত নিম্ন লিখিত ধারণ ক্ষমতা সম্পন্ন হার্ড ডিস্ক (Hard disk) পাওয়া যায়:
20 GB
60 GB
120 GB
160 GB
250 GB
320 GB
500 GB
750 GB
1 TB
2 TB
3 TB
4 TB
5 TB
নিচে বাজারের সেরা হার্ড ডিস্ক (Hard disk) Brands এর নামগুলো দেওয়া হল:
1. Western Digital.
2. Seagate.
3. Toshiba.
4. Transcend.
5. Hitachi.
6. A Data.
7. Corsair.
8. Fujitsu.
9. Verico.
10. Transcend
11. Samsung
কিভাবে একটি কম্পিউটারের হার্ড ডিস্ক (Hard disk) কত তা জানা যায়?
১
. প্রথমে বামে নিচের কোণায় start icon এ click করতে হবে।
২. Computer এর উপর মাউজ পয়েন্টার রেখে মাউজের Right button এ click করে Manage এ click করতে হবে।
৩. এবার Disk Management এ click করলে ডানে Total হার্ড ডিস্ক (Hard disk) এর ধারণ ক্ষমতা (capacity) দেখা যাবে।
.
ভিডিও:
কিভাবে একটি কম্পিউটারের হার্ড ডিস্ক (Hard disk) কত তা জানা যায়?
|