১. সংজ্ঞাঃ কম্পিউটার Hardware ও Software-এর সংজ্ঞা এবং কাজ।

(a) Hardware:

(i) প্রসেসর (Processor).
(ii) র‍্যাম (Ram).
(iii) হার্ড ডিস্ক (Hard Disk).
(iv) মাদারবোর্ড (Motherboard).
(v) গ্রাফিক্স কার্ড (Graphics Card).
(vi) Pen drive.

(b) Software:
(i) Operating systems.
(ii) Device driver.
(iii) Anti-virus.
(iv) Utility software.
(v) Microsoft Office.
(vi) Graphics Design Software.
(vii) Video Editing Software.
(viii) Audio Editing Software.
(ix) Programming Software.
(x) Media Player Software.
Pen drive
Pen drive কি?

Pen drive হচ্ছে হালকা, কম্পিউটারের সাথে খুব সহজে যুক্ত এবং পৃথক ক্ষমতা সম্পন্ন একটি Universal Serial Bus (USB) flash মেমোরি (memory) device। এটি সাধারণত কম্পিউটারের হার্ডডিস্কের (Hard disk) যে কোন Data সংরক্ষণ অথবা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে Data স্থানান্তরের কাজে ব্যবহ্নত হয়। একটি Pen drive সাধারণত 2GB, 4GB, 8GB, 16GB, 32GB, 64GB অথবা 128GB মেমোরি (memory) ক্ষমতা সম্পন্ন হয়ে থাকে।

নিচে কিছু Pen drive এর চিত্র দেওয়া হল:



কিভাবে একটি Pen drive এর ডাটা (Data) Transfer Speeds নির্ণয় করা হয়:

সাধারণত একটি Pen drive এর ডাটা (Data) Transfer Speeds এর read/write দেখে নির্বাচন করা হয়। একটি Pen drive ডাটা (Data) Transfer Speeds কম্পিউটারের স্পিড অথবা বিভিন্ন ধরণের ফাইল এর উপরও নির্ভর করে । তবে এর সর্বোচ্চ সীমা রয়েছে। নিচে Pen drive এ ডাটা (Data) Transfer এর standard read/write Speeds দেওয়া হল:

USB 2.0:

Sequential write (when copy data computer to pendrive) speed  range = 4~10 MB/s
Sequential read (when copy data pendrive to computer) speed range = 15~25 MB/s

USB 3.0:

Sequential write (when copy data computer to pendrive) speed range =10~20 MB/s
Sequential read (when copy data pendrive to computer) speed range = 40~50 MB/s 

কোন Pen drive এর read/write speed data transfer এর সময় দেখা যায়। অথবা কোন সফটওয়্যার ব্যবহার করেও দেখা যায়। যেমন: USBDeview।



 

 

নিচে কিছু Pen drive brans এর নাম দেওয়া হল:

1. SanDisk.

2. Kingston.

3. Transcend.

4. HP.

5. Sony.

6. Apacer.

7. A Data.

8. Silicon Power.

9. PNY.

10. PQI.

11. Imation.

12. Corsair.

13. Moser Baer.

14. Lexar.

15. CD-R King.