Utility Software
Utility Software কি?
একটি কম্পিউটারে Utility Software হচ্ছে একটি ছোট প্রোগ্রম (program) যা কিছু ক্ষেত্রে অপারেটিং সিস্টেম (Operating systems) এর ভেতরে কোন কাজকে সহজ করে, কম্পিউটার ব্যবহারে কিছু বাড়তি সুবিধা দিয়ে থকে এবং এর কিছু কাজ কম্পিটারের গতি বাড়াতে সহয়তা করে। যেমন: কম্পিউটারের সকল জায়গার Junk ফাইল একসাথে দূর করা, কম্পিউটারের সকল জায়গার History একসাথে মুছে ফেলা, কোন ফাইলকে সম্পূর্ণরূপে মুছ ফেলা যা আর Data recovery software দিয়েও ফিরিয়ে আনা সম্ভব নয়, Start up control করা, Duplicate ফাইল খুঁজে বের করা ইত্যাদি।
নিচে কয়েকটি জনপ্রিয় Utilities Software এর নাম দেয়া হল:
1. Kingsoft PC Doctor.
2. TuneUp Utilities 2014.
3. MAGIX PC Check & Tuning.
4. Systweak Advanced System Optimizer.
5. iolo System Mechanic 12.
|