Device Driver
Device driver কি?
Device driver হচ্ছে সফটওয়্যার (software) যা কম্পিউটারের হার্ডওয়্যারের ভেতরের যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করে। Device driver সফটওয়্যার (software) ছাড়া কম্পিউটারের সাথে যুক্ত বিভিন্ন হার্ডওয়্যার যেমন: Video card, Audio card, Camera, Card reader, Printer, Lan, Bluetooth, Wi-Fi ইত্যাদি ভালোভাবে কাজ করবে না। অপারেটিং সিস্টেম (Operating systems) install এর পর একটি কম্পিউটারের কর্মদক্ষতা সম্পূর্ণরূপে নিশ্চিত করতে কম্পিউটারে অবশ্য সকল
Device driver সফটওয়্যার (software) এর ইনস্টল নিশ্চিত করতে হবে।
যখন কম্পিউটারে অপারেটিং সিস্টেম (Operating systems) দেওয়া হয় তখন এর সাথে যুক্ত অনেক Device driver সফটওয়্যার (software) সয়ংক্রিয়ভাবে ইনস্টল হয় আবার অনেক গুলো হয় না। সাধারণত কম্পিউটারে যে কোম্পানীর হার্ডওয়্যার ব্যবহ্নত হয় সেই কোম্পানী Device driver সফটওয়্যার (software) দিয়ে থাকে। এজন্য কম্পিউটার কিনার সময় বিক্রেতার কাছ থেকে Device driver সফটওয়্যার (software) নিতে হবে বা বর্তমান সময়ে কম্পিউটার উৎপাদনকরী প্রতিষ্ঠানগুলোর নিজস্ব website থেকে Device driver সফটওয়্যার (software) free download করা যায়।
Device driver সফটওয়্যার (software) হারিয়ে গেলে বা Internet থেকে খুঁজে বের করা কষ্টসাধ্য হলে বিভন্ন Driver solution software এর সহযোগীতা নেওয়া যেতে পারে। এই Driver solution software গুলো কম্পিউটারে ইনস্টল করলে এগুলো সয়ংক্রিয়ভাবে কম্পিউটারে কি কি Device driver সফটওয়্যার (software) প্রয়োজন তার একটি তালিকা দিবে এবং update Device driver সফটওয়্যার (software) download এবং install করে দিবে।
নিচে কিছু Device driver সফটওয়্যার (software) এর নাম দেওয়া হল:
1. DriverPack Solution
2. Driver Easy.
|