Anti-Virus Software
কম্পিউটার ভাইরাস কি?
ভাইরাস হচ্ছে এমন একটি প্রোগ্রাম যা একটি ধ্বংসকারি/সন্ত্রাসী হিসাবে নিজেকে (অর্থাৎ এর "এক্সিকিউটেবল" অংশকে) অন্যান্য প্রোগ্রামের সাথে সেটে দিয়ে এর সংক্রমণ ঘটায় এবং যথাক্রমে এর ধ্বংসাযঙ্গে বিস্তৃতির নিশ্চয়তা বিধান করে। প্রকারান্তরে এ সংক্রমিত প্রোগ্রামগুলো ভাইরাসের হয়ে অন্যান্য অসংক্রমিত প্রোগ্রামগুলোতে সংক্রমণ ঘটায়। যার ফলে প্রথমোক্ত প্রোগ্রামগুলো মূল ভাইরাসের হয়ে অন্যান্য ভাল প্রোগ্রামগুলোতে সংক্রমণ ঘটায়। কম্পিউটার ভাইরাসের উপস্থিতি নির্ধারন ও ধ্বংস করার প্রক্রিয়াই হল স্ক্যানিং করা। বিভিন্ন এন্ট্রি ভাইরাস প্রোগ্রাম ইনস্টল করে স্ক্যানিং করা যায়। ভাইরাস গার্ড সেট করা থাকলে কম্পিউটার শুরু করলে ভাইরাস গার্ড মেমোরিতে চলে আসে এবং ভাইরাসের আক্রমণ প্রতিহত করার জন্য পাহারা দিতে থাকে। ভাইরাস গার্ড না থাকলে গ্রোগ্রাম চালিয়ে ভাইরাস স্ক্যান করা যায়।
ভাইরাস হতে কম্পিউটারকে রক্ষা করার উপায়:
কম্পিউটারকে ভাইরাস হতে মুক্ত রাখতে হলে নিচের পদক্ষেপগুলো গ্রহন করা যায়:
১। কম্পিউটারে এন্টি-ভাইরাস সফটওয়্যার রাখা এবং তা নিয়মিত রান করা।
২। এন্টি-ভাইরাস সফটওয়্যার রাখা এবং নিয়মিত আপডেট করা।
৩। অন্য ডিস্ক বা ফাইল ব্যবহারের আগে তা ভাইরাসমুক্ত কিনা তা নিশ্চিত হওয়া বা এন্টি-ভাইরাস দ্বারা স্ক্যান করে নেয়া ।
৪। নিয়মিত ফাইল আপডেট করা।
৫। পাইরেটেড সফটওয়্যার ব্যবহার না করা।
৬। ই-মেইল ব্যবহারের সময় উপযুক্ত ইকুইপমেন্ট ব্যবহার করা।
৭। কম্পিউটারে Commant. Com ফাইল Write Protect অবস্থায় রাখতে হবে।
৮। মূল প্রোগ্রামের ডিস্কগুলো Write Protect অবস্থায় রাখতে হবে।
৯। এন্টি-ভাইরাস টুল কীট ব্যবহার করতে হবে।
১০। ভাইরাস গার্ড ইনস্টল করে সব সময় ব্যবহারের জন্য উন্মক্ত রাখতে হবে।
১১। ইন্টারনেট বা ই-মেইলের সাহায্যে কোন প্রোগ্রাম ডাউনলোড (Download) করার সময় ভাইরাস চেক করতে হবে।
কম্পিউটার ভাইরাস প্রতিরোধে এন্টি-ভাইরাসের (Anti-Virus) গুরুত্ব:
ভাইরাস কম্পিউটারের ক্ষতি করে। বর্তমান দুনিয়ায় কম্পিউটার ছাড়া জীবন উন্নয়ন সব কিছু হয়ে যাবে শ্লথ-অচল। তাই আমাদেরকে অবশ্যই এ প্রযুক্ত ধরেই অগ্রসর হতে হবে। এ প্রযুক্তির ক্ষতিকারক দিক কম্পিউটার ভাইরাসকে নির্মূল করার জন্য এন্টি-ভাইরাস প্রযুক্তিও সৃষ্টি হয়েছে। প্রতিদিন নিত্য নতুন ভাইরাস সৃষ্টির পাশাপাশি এসব সমূহকে নিচিহ্ন করার জন্য এন্টি-ভাইরাস সমূহকে আপডেট করা হচ্ছে। এসব ভাইরাসের উপর গবেষণা করে এর প্রতিষেধক অর্থাৎ এন্টি-ভাইরাস তৈরী করা অনেক সময়, মেধা ও অর্থের প্রয়োজন। তাই বৃহৎ কোন বানিজ্যিক প্রতিষ্ঠান ছাড়া আপডেট এন্টি ভাইরাস তৈরী করা অসম্ভব।
বর্তমান বিশ্বে জনপ্রিয় কয়েকটি এন্টি-ভাইরাসের (Anti-Virus) নাম তাদের নিজস্ব Website এর লিংকসহ নিচে দেওয়া হল:
1. Kaspersky (Paid).
2. Avira (Free & Paid).
3. Avast Software (Free & Paid).
4. Symantec (Norton).
5. AVG (Free).
6. ESET (Paid).
7. Microsoft Security Essentials (Free).
8. McAfee (Free & Paid).
9. Panda Security (Free).
10. BitDefender (Free).
|