(১৯) বিজয় (Bijoy) ব্যবহার করে কিভাবে Microsoft Word এ বাংলা লেখা হয়।
প্রথমে যে কম্পিউটারে বাংলা লিখতে হবে সে কম্পিউটারে বিজয় (Bijoy) সফটওয়্যারটি Install করতে হবে।
বিজয় (Bijoy) সফটওয়্যার Download link.
Microsoft word file টি open করে বিজয় Topbar এ অথবা কম্পিউটারের নিচে Taskbar এর ডানে notifications এ বিজয় icon এর উপর click করে, English এর পরিবর্ততে Bijoy Classic select করতে হবে (অথবা keyboard থেকে Ctrl+Alt+B) চাপতে হবে। এবং Microsoft word এর Home Tab থেকে SutonnyMJ (ঝঁঃড়হহুগঔ) Font select করতে হবে বা অন্য যে কোন বাংলা Font select করতে হবে।
এবার যে কোন বাংলা বিজয় keboard ব্যবহার করে দেখে দেখে বাংলা লেখা যাবে। নিচে একটি বাংলা বিজয় Keyboard এর চিএ দেওয়া হলঃ
বিজয় keboard ব্যবহার করে বাংলা লেখার নিয়মঃ
বিজয় keboard এ যে সব key তে উপরে এবং নিচে দুটি বাংলা বর্ণ রয়েছে সে সব ক্ষেত্রে উপরের বর্ণটি লেখার জন্য Shift চাপতে হবে অর্থাৎ Shift+j চাপলে খ বর্ণ লেখা হবে। আর শুধু J চাপলে ক বর্ণ লেখা হবে। এভাবে বিজয় keboard ব্যবহার করে অনেক বর্ণ লেখা যবে তবে যুক্ত বর্ণ লেখার নিয়ম একটু ভিন্ন।
বিজয় keboard ব্যবহার করে বাংলা যুক্ত বর্ণ লেখার নিয়মঃ
যুক্ত বর্ণ লিখতে প্রথমে যুক্ত বর্ণের প্রথম বর্ণটি লিখে ্ অর্থাৎ G চেপে পরের বর্ণ লিখতে হবে। যেমন: ক্ষ লেখার জন্য ক+্+ষ (অর্থাৎ j+g+Shift+N) চাপতে হবে।
নিচে নিয়মসহ প্রত্যেকটি যুক্ত বর্ণের list দেওয়া হল:
বাংলা Font download করতে download link.
ভিডিও:
বিজয় (Bijoy) ব্যবহার করে কিভাবে Microsoft Word এ বাংলা লেখা হয়:
|