৫. টিউটোরিয়ালঃ Microsoft Word এর চিএসহ বর্ণনা এবং ভিডিওসহ Tutorial:



(১) Microsoft Word কি এবং কিভাবে তা কম্পিউটারে install করা হয়।
(২) কিভাবে Microsoft Word এর একটি File তৈরী করে Save করা হয়।
(৩) কিভাবে Microsoft Word file কে password protected করা যায়।
(৪) Microsoft Word এ কিভাবে Text কে Select করতে হয়।
(৫) Microsoft Word এ কিভাবে Font পরিবর্তন করতে হয়।
(৬) Microsoft Word এ কিভাবে Font size পরিবর্তন করা হয়।
(৭) Microsoft Word এ কিভাবে Font color পরিবর্তন করা হয়।
(৮) Microsoft Word এ কিভাবে Text কে bold (B), Italic (I), Underline (U), Subscript (X2), Superscript (X2) করা হয়।
(৯) Microsoft Word এ কিভাবে Text design or decoration করা যায়।
(১০) Microsoft Word এ কিভাবে Text কে cut, copy এবং paste করা হয়।
(১১) Microsoft Word এ কিভাবে Text লাইন এর Alignment Left, Right, Center, Top, Justify align এ পরিবর্তন করা হয়।
(১২) Microsoft Word এ কিভাবে একটি picture Insert করানো হয়।
(১৩) Microsoft Word এ কিভাবে একটি shapes Insert করানো হয়।
(১৪) Microsoft Word এ কিভাবে একটি Table Insert করা হয়।
(১৫) Microsoft Word এ কিভাবে Symbol Insert করা হয়।
(১৬) Microsoft Word এ কিভাবে একটা Page কে দুই বা ততোধিক Column এ ভাগ করা যায়।
(১৭) কিভাবে Microsoft Word Page কে Print এর জন্য setup করা হয়।
(১৮) Microsoft Word এর Page কে কিভাবে Print করা হয়।
(১৯) বিজয় (Bijoy) ব্যবহার করে কিভাবে Microsoft Word এ বাংলা লেখা হয়।
(২০) Avro keyboard ব্যবহার করে কিভাবে Microsoft Word এ বাংলা লেখা হয়।
(১) Microsoft Word কি এবং কিভাবে তা কম্পিউটারে install করা হয়।



Microsoft Word কি?

Microsoft Word হচ্ছে  graphical word processing প্রোগ্রাম যা ব্যবহারকারীকে লিখতে সহায়তা করে। এটি Microsoft এর তৈরি একটি সফটওয়্যার এবং এটি Microsoft Office suite সফটওয়্যার package এর এটি সফটওয়্যার।


কেন Microsoft Word ব্যবহার করা হয়?

Microsoft word এ মূলত লেখালেখির কাজ করা হয়। বিভিন্ন প্রয়োজনীয় তথ্য লেখা, বই লেখা, পরীক্ষার প্রশ্ন লেখা ইত্যাদি প্রয়োজনীয় তথ্য লেখা বা লিখে Save করে রাখতে Microsoft word ব্যবহ্নত হয়।

নিচে Microsoft word ব্যবহারে বিভিন্ন সুবিধাসমুহের তালিকা দেওয়া হল -

  • Spelling & grammar check, word (letter, lines) গণনা (count)
  • লেখার font, color, size পরিবর্তন
  • Speech recognition
  • Inserts pictures
  • Inserts shapes
  • Inserts symbol
  • Page এ column তৈরি
  • Table তৈরি
  • Displays synonyms of words and can read out the text
  • বিভিন্নভাবে Pages কে Print করা

কিভাবে Microsoft Word কম্পিউটারে install করা হয়?

Microsoft word কম্পিউটারে install করতে Microsoft Office সফটওয়্যার install করতে হবে।