(১৮) Microsoft Word এর Page কে কিভাবে Print করা হয়।
(i) উপরে বামে FILE click করে Print এ click করত হবে
অথবা Keyboard থেকে Ctrl+P চাপতে হবে। এরপর নির্দিষ্ট Printer select করে কোন Page বা কোন কোন Page print করতে হবে তা নির্ধারণের জন্য Pages number select করে উপর থেকে কত Copies print করতে হবে তা নির্ধারণ করে Print এ click করলে page টি print হবে।
ভিডিও:
Microsoft Word এর Page কে কিভাবে Print করা হয়:
|