৫. টিউটোরিয়ালঃ Microsoft Word এর চিএসহ বর্ণনা এবং ভিডিওসহ Tutorial:



(১) Microsoft Word কি এবং কিভাবে তা কম্পিউটারে install করা হয়।
(২) কিভাবে Microsoft Word এর একটি File তৈরী করে Save করা হয়।
(৩) কিভাবে Microsoft Word file কে password protected করা যায়।
(৪) Microsoft Word এ কিভাবে Text কে Select করতে হয়।
(৫) Microsoft Word এ কিভাবে Font পরিবর্তন করতে হয়।
(৬) Microsoft Word এ কিভাবে Font size পরিবর্তন করা হয়।
(৭) Microsoft Word এ কিভাবে Font color পরিবর্তন করা হয়।
(৮) Microsoft Word এ কিভাবে Text কে bold (B), Italic (I), Underline (U), Subscript (X2), Superscript (X2) করা হয়।
(৯) Microsoft Word এ কিভাবে Text design or decoration করা যায়।
(১০) Microsoft Word এ কিভাবে Text কে cut, copy এবং paste করা হয়।
(১১) Microsoft Word এ কিভাবে Text লাইন এর Alignment Left, Right, Center, Top, Justify align এ পরিবর্তন করা হয়।
(১২) Microsoft Word এ কিভাবে একটি picture Insert করানো হয়।
(১৩) Microsoft Word এ কিভাবে একটি shapes Insert করানো হয়।
(১৪) Microsoft Word এ কিভাবে একটি Table Insert করা হয়।
(১৫) Microsoft Word এ কিভাবে Symbol Insert করা হয়।
(১৬) Microsoft Word এ কিভাবে একটা Page কে দুই বা ততোধিক Column এ ভাগ করা যায়।
(১৭) কিভাবে Microsoft Word Page কে Print এর জন্য setup করা হয়।
(১৮) Microsoft Word এর Page কে কিভাবে Print করা হয়।
(১৯) বিজয় (Bijoy) ব্যবহার করে কিভাবে Microsoft Word এ বাংলা লেখা হয়।
(২০) Avro keyboard ব্যবহার করে কিভাবে Microsoft Word এ বাংলা লেখা হয়।
(২) কিভাবে Microsoft Word এর একটি File তৈরী করে Save করা হয়।

কিভাবে Microsoft Word এর একটি File তৈরী করে Save করা হয়:

(i) প্রথমে বামে নিচের কোণায় start icon এ click করে All Programs এ click করতে হবে।
(ii) এবার Microsoft Office এ click করে Microsoft Word এ click করলে Microsoft Word file open হবে।

প্রথম save করতে:


(iii) উপরে বামে FILE এ click করে Save এ click করতে হবে। অথবা Keyboard থেকে Ctrl+S চাপতে হবে।
(iv) File name section এ file টির একটি নাম দিয়ে যে location এ save করতে হবে সে location select করে Save এ click করলে file টি নির্দিষ্ট নামে নির্দষ্ট location এ save হবে।




প্রথমবারের পর save করতে:



(v) উপরে বামে FILE এ click করে Save এ click করতে হবে। অথবা Keyboard থেকে Ctrl+S চাপতে হবে।


নিচে চিত্রসহ বর্ণনা এবং ভিডিও দেওয়া হল

চিত্রসহ বর্ণনা :

কিভাবে Microsoft Word এর একটি File তৈরী করে Save করা হয়:

(i) প্রথমে বামে নিচের কোণায় start icon এ click করে All Programs এ click করতে হবে।





(ii) এবার Microsoft Office এ click করে Microsoft Word এ click করলে Microsoft Word file open হবে।



প্রথম save করতে:



(iii) উপরে বামে FILE এ click করে Save এ click করতে হবে। অথবা Keyboard থেকে Ctrl+S চাপতে হবে।




(iv) File name section এ file টির একটি নাম দিয়ে যে location এ save করতে হবে সে location select করে Save এ click করলে file টি নির্দিষ্ট নামে নির্দষ্ট location এ save হবে।





প্রথমবারের পর save করতে:



(v) উপরে বামে FILE এ click করে Save এ click করতে হবে। অথবা Keyboard থেকে Ctrl+S চাপতে হবে।










ভিডিও:

কিভাবে Microsoft Word এর একটি File তৈরী করে Save করা হয়: