(৮) Microsoft Word এ কিভাবে Text কে bold (B), Italic (I), Underline (U), Subscript (X2), Superscript (X2) করা হয়।
(i) যে Text এর Font পরিবর্তন করতে হবে সে Text select করে উপরে Home tab এর Font portion থেকে,
(B) তে click করে Text bold করা হয় অথবা অথবা keyboard থেকে Ctrl+B চেপে Text bold করা হয়,
(I) তে click করে Text Italic করা হয় অথবা অথবা keyboard থেকে Ctrl+I চেপে Text Italic করা হয়,
(U) তে click করে Text এ Underline দেওয়া হয় অথবা keyboard থেকে Ctrl+U চেপে Text এ Underline দেওয়া হয়।
(X2) তে click করে Text এ Subscript দেওয়া হয় অথবা keyboard থেকে Ctrl+= চেপে Text এ Subscript দেওয়া হয়।
(X2) তে click করে Text এ Superscript দেওয়া হয় অথবা keyboard থেকে Ctrl+Shift++ চেপে Text এ superscript দেওয়া হয়।
উদাহরণ:
Bold text = computerknowledge.net
Italic text = computerknowledge.net
Underline text = computerknowledge.net
Subscript text = O2 (Here 2 is subscript text)
Superscript text = A2 (Here 2 is superscript text)
ভিডিও:
Microsoft Excel এ কিভাবে Text এ bold (B), Italic (I), Underline (U), Subscript (X2), Superscript (X2) দেওয়া হয়:
|