৫. টিউটোরিয়ালঃ Microsoft Outlook এর চিএসহ বর্ণনা এবং ভিডিওসহ Tutorial:



(১) Microsoft Outlook কি এবং কিভাবে তা কম্পিউটারে install করা হয়।
(২) কিভাবে Webmail account কে Microsoft Outlook এ যুক্ত করা হয়।
(3) কিভাবে Gmail account কে Microsoft Outlook এ যুক্ত করা যায়।
(4) কিভাবে Yahoo mail account কে Microsoft Outlook এ যুক্ত করা যায়।
(৫) কিভাবে Microsoft Outlook ব্যবহার করে একটি mail send করা হয়।
(৬) কিভাবে Outlook এ একটি mail এর reply দেওয়া হয়।
(৭) কিভাবে একটি Outlook mail Forward করা হয়।
(৮) কিভাবে Outlook এ Signature যুক্ত করা যায়।
(৯) Outlook Mail এ কিভাবে একজন Sender কে block করা যায়।
(১০) কিভাবে একটি mail address এর সমস্ত mail একটি Folder এনে দেখা যায়।
(১১) এক Outlook থেকে অন্য Outlook এ কিভাবে Address book (.csv file) Import/ Export করা যায়।
(১১) এক Outlook থেকে অন্য Outlook এ কিভাবে Address book (.csv file) Import/ Export করা যায়।


কিভাবে Address book Export করা হয়:

(i) Outlook open করে উপরে বাম পাশ থেকে File এ click করে "Open & Export" এ click করে Import/Export এ click করতে হবে।

Outlook

(ii) "Export to a file" select করে Next এ click করতে হবে।

Outlook

(iii) "Comma Separated Values" select করে Next এ click করতে হবে।

Outlook

(iv) Contacts select করে Next এ click করতে হবে।

Outlook

(v) Browse এ click করে যে location এ file টি Save করতে হবে সে location select করে file টির একটি নাম দিয়ে Ok তে click করে Nextclick করে Finish এ click করতে হবে।

Outlook

Outlook

 


কিভাবে Address book Import করা হয়:


(i) C:\Users\ \Contacts folder এ যেতে হবে।
(ii) উপর থেকে Import এ click করতে হবে।.

Outlook

(iii) CSV file > select করে Export এ click করতে হবে।

Outlook

(iv) Browse এ click করে .csv file টি select করে open এ click করে Finish এ click করতে হবে।

Outlook









ভিডিও:

এক Outlook থেকে অন্য Outlook এ কিভাবে Address book (.csv file) Import/ Export করা যায়:
































>