৫. টিউটোরিয়ালঃ Microsoft Outlook এর চিএসহ বর্ণনা এবং ভিডিওসহ Tutorial:



(১) Microsoft Outlook কি এবং কিভাবে তা কম্পিউটারে install করা হয়।
(২) কিভাবে Webmail account কে Microsoft Outlook এ যুক্ত করা হয়।
(3) কিভাবে Gmail account কে Microsoft Outlook এ যুক্ত করা যায়।
(4) কিভাবে Yahoo mail account কে Microsoft Outlook এ যুক্ত করা যায়।
(৫) কিভাবে Microsoft Outlook ব্যবহার করে একটি mail send করা হয়।
(৬) কিভাবে Outlook এ একটি mail এর reply দেওয়া হয়।
(৭) কিভাবে একটি Outlook mail Forward করা হয়।
(৮) কিভাবে Outlook এ Signature যুক্ত করা যায়।
(৯) Outlook Mail এ কিভাবে একজন Sender কে block করা যায়।
(১০) কিভাবে একটি mail address এর সমস্ত mail একটি Folder এনে দেখা যায়।
(১১) এক Outlook থেকে অন্য Outlook এ কিভাবে Address book (.csv file) Import/ Export করা যায়।
(১০) কিভাবে একটি mail address এর সমস্ত mail একটি Folder এনে দেখা যায়।

গুরুত্বপূর্ণ mail address এর mail গুলো একটি Folder নিলে প্রয়োজনে খুব সহজে পড়া যায়, খুঁজতে হয় না এবং নতুন mail আসলে তা আলাদাভাবে গণনা সহ দেখা যায়।

(i) যে mail address টির Folder তৈরী করতে হবে তার যে কোন একটি mail এর উপর মাউজ পয়েন্টার রেখে মাউজের Right button এ click করে Rules থেকে Always Move Messages From: ......... এ click করতে হবে।
(ii) এবার Inbox এ click করে New এ click করে Folder টির একটি নাম দিয়ে OK তে click করতে হবে। পুনরায় OK তে click করলে নির্দিষ্ট mail address এর সমস্ত mail Inbox এর নিচের নির্দিষ্ট Folder এসে যাবে।


**পরবর্তীতে চাইলে mail গুলো Inbox এ নেওয়া যাবে।



নিচে চিত্রসহ বর্ণনা এবং ভিডিও দেওয়া হল


চিত্রসহ বর্ণনা :

কিভাবে একটি mail address এর সমস্ত mail একটি Folder এনে দেখা যায়:

গুরুত্বপূর্ণ mail address এর mail গুলো একটি Folder নিলে প্রয়োজনে খুব সহজে পড়া যায়, খুঁজতে হয় না এবং নতুন mail আসলে তা আলাদাভাবে গণনা সহ দেখা যায়।

(i) যে mail address টির Folder তৈরী করতে হবে তার যে কোন একটি mail এর উপর মাউজ পয়েন্টার রেখে মাউজের Right button এ click করে Rules থেকে Always Move Messages From: ......... এ click করতে হবে।

Outlook

(ii)

এবার Inbox এ click করে New এ click করে Folder টির একটি নাম দিয়ে OK তে click করতে হবে। পুনরায় OK তে click করলে নির্দিষ্ট mail address এর সমস্ত mail Inbox এর নিচের নির্দিষ্ট Folder এসে যাবে।



Outlook

**পরবর্তীতে চাইলে mail গুলো Inbox এ নেওয়া যাবে।









ভিডিও:

কিভাবে একটি mail address এর সমস্ত mail একটি Folder এনে দেখা যায়: