১. সংজ্ঞাঃ কম্পিউটার Hardware ও Software-এর সংজ্ঞা এবং কাজ।

(a) Hardware:

(i) প্রসেসর (Processor).
(ii) র‍্যাম (Ram).
(iii) হার্ড ডিস্ক (Hard Disk).
(iv) মাদারবোর্ড (Motherboard).
(v) গ্রাফিক্স কার্ড (Graphics Card).
(vi) Pen drive.

(b) Software:
(i) Operating systems.
(ii) Device driver.
(iii) Anti-virus.
(iv) Utility software.
(v) Microsoft Office.
(vi) Graphics Design Software.
(vii) Video Editing Software.
(viii) Audio Editing Software.
(ix) Programming Software.
(x) Media Player Software.
মাদারবোর্ড (Motherboard

মাদারবোর্ড (Motherboard) কি?


মাদারবোর্ড (Motherboard) একটি কম্পিউটারের প্রধান সার্কিট বোর্ড। একে কম্পিউটারের মেরুদন্ড বলা হয়। কম্পিউটারের সকল যন্ত্রাংশ সরাসরি অথবা তারের মাধ্যমে মাদারবোর্ডের সাথে সংযুক্ত। অন্য কথায় কম্পিউটারের সকল যন্ত্রাংশের মধ্যে সমন্নয় সৃষ্টির জন্য যে সার্কিট বোর্ড তৈরী করা হয় তাকে মাদারবোর্ড (Motherboard) বলে।



নিচে মাদারবোর্ড (Motherboard) এর চিত্র দেওয়া হল:



1. 1.

2.

নিচে কিছু বাজারের সেরা মাদারবোর্ড (Motherboard) কোম্পানীর নাম দেওয়া হল:

1. Intel.

2. Gigabyte Technology.

3. Asus.

4. MSI.

5. ASRock.