১. সংজ্ঞাঃ কম্পিউটার Hardware ও Software-এর সংজ্ঞা এবং কাজ।

(a) Hardware:

(i) প্রসেসর (Processor).
(ii) র‍্যাম (Ram).
(iii) হার্ড ডিস্ক (Hard Disk).
(iv) মাদারবোর্ড (Motherboard).
(v) গ্রাফিক্স কার্ড (Graphics Card).
(vi) Pen drive.

(b) Software:
(i) Operating systems.
(ii) Device driver.
(iii) Anti-virus.
(iv) Utility software.
(v) Microsoft Office.
(vi) Graphics Design Software.
(vii) Video Editing Software.
(viii) Audio Editing Software.
(ix) Programming Software.
(x) Media Player Software.
গ্রাফিক্স কার্ড ( Graphics Card)

গ্রাফিক্স কার্ড ( Graphics Card) কি?

কম্পিউটারের সাহায্যে Graphics (ছবি বা চিত্র) প্রদর্শনের জন্য কম্পিউটারের ভিতরে স্থাপিত বিশেষ ধরণের যে সার্কিট বোর্ডটি কাজ করে তাকে গ্রাফিক্স কার্ড ( Graphics Card) বা গ্রাফিক্স অ্যাডাপ্টার ( Graphics Adapter) বলা হয়।

এটি একটি বিশেষ ধরণের সার্কিট বোর্ড যা মাদার বোর্ডের এক্সপানশন স্লটের(Expansion slot) সাথে সংযুক্ত থাকে।

পর্দাতে প্রতিবিম্ব উৎপন্ন করার প্রয়োজনীয় সিগন্যাল পাঠানোর ব্যাপারে মাইক্রোপ্রসেসরের কোন ভূমিকা নেই। এ কাজটি শুধুমাত্র ডিসপ্লে অ্যাডাপ্টার করে থাকে। ডিসপ্লে অ্যাডাপ্টার মাইক্রোপ্রসেসর এবং ভিডিও স্ক্রীনের মাঝে প্রতিনিধিত্ব করে থাকে। গ্রাফিক্স অ্যাডাপ্টার ( Graphics Adapter) নিম্নলিখিত অংশগুলো নিয়ে গঠিত:

(ক) বিশেষ ধরণের মেমোরি যাকে ভিডিইউ মেমোরি বলা হয়।
(খ) সার্কিট যা ভিডিইউ মেমোরির তথ্য গুলোকে ভিডিও স্ক্রীনে স্থানান্তর করে থাকে।

যে বস্তুটি পর্দাতে প্রদর্শিত হবে, মাইক্রোপ্রসেসর তার প্রয়োজনীয় তথ্য লিখে ভিডিইউ মেমোরিতে পাঠায়। ডিসপ্লে অ্যাডাপ্টার উক্ত তথ্যগুলোকে ভিডিইউ মেমোরি হতে স্ক্রীনে পাঠায়। ডিসপ্লে অ্যাডাপ্টার সার্কিট ভিডিইউ মেমোরি হতে তথ্যকে প্রতি সেকেন্ডে ৫০ হতে ৭০ বার রিড (Read) করে পাঠায়। ফলে পর্দাতে (স্ক্রীনে) কোন বস্তুর প্রতিবিম্ব স্থির এবং পরিস্কার দেখায়।

নিচে গ্রাফিক্স অ্যাডাপ্টারের ( Graphics Adapter) দুটি চিহ্ন দেওয়া হল:



1

2


নিচে গ্রাফিক্স অ্যাডাপ্টারের ( Graphics Adapter) বিভন্ন Brands এর নাম দেওয়া হল:

Brand Manufacturer(s) Chipmaker(s) Website Reason,example(s)
ASUS ASUS AMD, NVIDIA http://www.asus.com OEM/ODM
Chaintech Colorful AMD, NVIDIA http://www.chaintech.com.tw Partnership with Colorful
Club3D TUL AMD http://club-3d.com acquired by TUL
Colorful Colorful NVIDIA http://en.colorful.cn OEM/ODM
Colorfire Colorful AMD http://colorfire.cn part of Colorful
Diamond HIS, Sapphire, TUL AMD http://www.diamondmm.com 1, 2, 3
ECS ECS NVIDIA http://www.ecs.com.tw OEM/ODM
ELSA PC Partner NVIDIA http://www.elsa-jp.co.jp 1, 2
EVGA (?) NVIDIA http://www.evga.com (?)
Foxconn Foxconn NVIDIA http://www.foxconnchannel.com OEM/ODM
Gainward Palit NVIDIA http://www.gainward.com acquired by Palit
Galaxy Galaxy (?) NVIDIA http://galaxytech.com acquired by Palit
Gigabyte Gigabyte AMD, NVIDIA http://www.gigabyte.com OEM/ODM
HIS HIS AMD http://hisdigital.com OEM/ODM
Inno3D PC Partner NVIDIA http://inno3d.com brand of PC Partner
Jetway Jetway NVIDIA http://www.jetway.com.tw OEM/ODM
KFA2 Galaxy (?) NVIDIA http://kfa2.com acquired by Palit
Leadtek PC Partner NVIDIA http://leadtek.com 1, 2
Manli PC Partner NVIDIA http://manli.com brand of PC Partner
MSI MSI AMD, NVIDIA http://msi.com OEM/ODM
Palit Palit NVIDIA http://palit.biz OEM/ODM
PNY Palit, PC Partner NVIDIA http://www3.pny.com 1, 2
Point of View PC Partner NVIDIA http://www.pointofview-online.com 1, 2
PowerColor TUL AMD http://powercolor.com main brand of TUL
Sapphire Sapphire AMD http://www.sapphiretech.com OEM/ODM, part of PC Partner
Sparkle TBD TBD http://www.sparkle.com.tw recently acquired by TUL
VisionTek HIS, TUL AMD http://www.visiontek.com 1, 2
VTX3D TUL AMD http://www.vtx3d.com brand of TUL
XFX ECS (?) AMD http://xfxforce.com (?)
Zalman HIS, PC Partner AMD, NVIDIA http://zalman.com 1, 2
Zogis PC Partner NVIDIA http://zogis.com 1, 2
Zotac PC Partner NVIDIA http://zotac.com brand of PC PartnerSource: DGX Tech - Hardware News and Reviews


কিভাবে একটি কম্পিউটারে কি গ্রাফিক্স অ্যাডাপ্টার ( Graphics Adapter) ব্যবহ্নত হচ্ছে তা জানা যায়?


১ . প্রথমে বামে নিচের কোণায় start icon এ click করে search bar এ run লিখে উপর থেকে Run এ click করতে হবে।

২. এবার open বক্স এ "dxdiag" লিখে OK তে click করতে হবে।





৩. The DirectX Diagnostic Tool open হবে। এবার Display তে click করলে গ্রাফিক্স অ্যাডাপ্টারের ( Graphics Adapter) সমস্ত তথ্য দেখা যাবে। 








ভিডিও:

কিভাবে একটি কম্পিউটারে কি গ্রাফিক্স অ্যাডাপ্টার ( Graphics Adapter) ব্যবহ্নত হচ্ছে তা জানা যায়: