(৩) HTML code দিয়ে কিভাবে Line break করা হয়।
HTML code দিয়ে কিভাবে Line break করা হয়।:
HTML code লেখার জন্য এখানে Notepad ব্যবহার করা হয়েছে। Notepad open এর জন্য বামে নিচের কোণায় start icon এ click করে Search এ click করে Notepad লিখতে হবে। এবার উপর থেকে Notepad এ click করলে Notepad open হবে।
(i) Line break মানে প্রথম লাইনটি বাদ দিয়ে দ্বিতীয় লাইনে লেখা। এ জন্য যে কোন লাইনের শেষে বা যেখানে Line break করা প্রয়োজন সেখানে <br /> code লিখতে হবে।
নিচে একটি উদাহরণ দেওয়া হল:
Code:
Output:
ভিডিও:
HTML code দিয়ে কিভাবে Line break করা হয়।:
|