(১০) Web page এ HTML দিয়ে কিভাবে একটি Picture (ছবি) যুক্ত করা হয়।
Web page এ HTML দিয়ে কিভাবে একটি Picture (ছবি) যুক্ত করা হয়:
HTML code লেখার জন্য এখানে Notepad ব্যবহার করা হয়েছে। Notepad open এর জন্য বামে নিচের কোণায় start icon এ click করে Search এ click করে Notepad লিখতে হবে। এবার উপর থেকে Notepad এ click করলে Notepad open হবে।
(i) প্রথমে যে Folder এ HTML page টি থাকবে সে Folder এ Picture বা ছবিটি রাখতে হবে। এবার page এর যে জায়গায় Picture বা ছবিটি দেখাতা হবে সে জায়গায় <img src="Sid.jpg" /> tag লিখতে হবে। এখানে Sid হচ্ছে Picture বা ছবির নাম এবং jpg হচ্ছে Picture বা ছবির Extension।
অথবা যে Folder এ HTML page টি থাকবে সে Folder এ আর একটি Folder করে Picture বা ছবিটি রাখতে হলে <img src="Picture/Sid.jpg" /> লিখতে হবে। । এখানে Picture হচ্ছে যে Folder এ Picture বা ছবিটি রাখা হয়েছে সে Folder এর নাম। আবার অবশ্যই Picture নামের Folder টি যে Folder এ HTML page আছে সে Folder এ থাকতে হবে।
নিচে একটি উদাহরণ দেওয়া হল:
Code:
Output:
ভিডিও:
Web page এ HTML দিয়ে কিভাবে একটি Picture (ছবি) যুক্ত করা হয়:
|