৩. ব্যবহারঃ কম্পিউটার Function-এর ব্যবহার।



(১) কিভাবে Desktop icons পরিবর্তন করা যায়।
(2) কিভাবে Desktop background wallpaper and themes পরিবর্তন করা যায়।
(৩) কিভাবে New Folder তৈরী করা হয়।
(৪) কিভাবে একটি File or Folder কে delete এবং permanently delete করা যায়।
(৫) কিভাবে একটি open File, Folder or program-কে Minimize, Restore Down, Maximize or Close করা যায়।
(৬) কিভাবে একটি open File, Folder or program-কে জোরপূর্বক close করা যায় (যদি normally close না করা যায়)।
(৭) কিভাবে কম্পিউটারের Screen brightness or power options পরিবর্তন করা যায়।
(৮) কিভাবে কম্পিউটারের Power button এবং Laptop এর lid (ডালা) close action পরিবর্তন করা যায়।
(৯) কিভাবে কম্পিউটারের User Account-এ Password দেওয়া যায়।
(১০) কিভাবে কম্পিউটারের Guest Account-এ Password দেওয়া হয়।
(১১) কিভাবে একটি Program-কে Uninstall করতে হয়।
(১২) কিভাবে কম্পিউটারের date এবং time পরিবর্তন করা যায়।
(১৩) কিভাবে একটি Program-কে Taskbar অথবা Start Menu-তে pin করা যায়।
(১৪) কিভাবে screen-এর text size (DPI) পরিবর্তন করা যায়।
(১৫) কিভাবে File or Folder-কে hide করা যায়।
(১৬) কিভাবে একটি Drive-কে hide করা যায়।
(১৭) কিভাবে hidden files, folders কে show করা যায়।
(১৮) কিভাবে hidden drive-কে show করা যায়।
(১৯) কিভাবে একটি Drive-কে password দিয়ে lock করা যায় (BitLocker-এর মাধ্যমে)।
(২০) Check box ব্যবহার করে কিভাবে মাউজ দিয়ে একাদিক File এবং Folder সহেজ select করা যায়।
(২১) কিভাবে কম্পিউটারের access speed বৃদ্ধির জন্য Disk Difragment/ Optimize করা হয়।
(২২) কিভাবে একটি কম্পিউটারের file folder নেটওয়ার্কের সাথে সংযুক্ত সকল কম্পিউটারের জন্য share করা যায়।
(২৩) কিভাবে share করা একটি Printer নিজ কম্পিউটারের সাথে সংযুক্ত করা যায়।
(২৪) কিবোর্ড না থাকলে কিভাবে মাউজ দিয়ে On-Screen Keyboard ব্যবহার করে কাজ করা যায়।
(২৫) কিভাবে মাউজ এবং কিবোর্ড ছাড়া কম্পিউটার ব্যবহারের জন্য Speech Recognition ব্যবহার করা হয়।
(২৬) কিভাবে এবটি Hard disk drive এবং Pen drive-কে format দিতে হয়।
(২৭) Virus-এর Auto run থেকে রক্ষার জন্য কিভাবে AutoPlay turn off করা হয়।
(২৮) কিভাবে Search অপশন ব্যবহার করে একটি File অথবা Folder কে সম্পূর্ণ কম্পিউটার থেকে সহজে খুঁজে বের করা হয়।
(২৯) কিভাবে কম্পিউটারে Guest account এর জন্য কিছু program-এ access রহিত করা যায়।
(২১) কিভাবে কম্পিউটারের access speed বৃদ্ধির জন্য Disk Difragment/ Optimize করা হয়।

 

Disk defragment/ Optimize Hard drive এর প্রতেকটি partition এর জন্য ব্যবহার করা হয়। এটা নিয়মিত করা ভাল। Disk defragment নামটি Windows 7 ব্যবহার করে, আর Optimize নামটি Windows 8.1 & above ব্যবহার করে।

(i) প্রথমে বামে নিচের কোণায় start icon এ click করে Computer এ click করতে হবে।
(ii) Hard disk এর যে কোন একটি partition এর উপর মাউজ পয়েন্টার রেখে মাউজের Right button এ click করে Properties এ click করতে হবে।
(iii) উপর থেকে Tools select করে Defragment now/ Optimize এ click করতে হবে।
(iv) যে কোন একটি drive select করে Defragment disk/ Optimize এ click করলেই Defragment/ Optimization শুরু হবে। এভাবে প্রত্যেকটি drive কে Defragment/ Optimization করতে হবে।

তবে এটা নিয়মিত করার জন্য shedule নির্ধারণ করার Option রয়েছে:

(vi) Configure schedule/ Change settings এ click করে সময় এবং দিবস নির্ধারণ করা যাবে।



নিচে চিত্রসহ বর্ণনা এবং ভিডিও দেওয়া হল

চিত্রসহ বর্ণনা :

কিভাবে কম্পিউটারের access speed বৃদ্ধির জন্য Disk Difragment/ Optimize করা হয়:

(i) প্রথমে start icon এ click করে Computer এ click করতে হবে (See screenshot below).




(ii) Hard disk এর যে কোন একটি partition এর উপর মাউজ পয়েন্টার রেখে মাউজের Right button এ click করে Properties এ click করতে হবে (See screenshot below).





(iii) উপর থেকে Tools select করে Defragment now/ Optimize এ click করতে হবে (See screenshot below).





(iv) যে কোন একটি drive select করে Defragment disk/ Optimize এ click করলেই Defragment/ Optimization শুরু হবে। (See screenshot below).





(v) এভাবে প্রত্যেকটি drive কে Defragment/ Optimization করতে হবে।




তবে এটা নিয়মিত করার জন্য shedule নির্ধারণ করার Option রয়েছে:

(vi) Configure schedule/ Change settings এ click করে সময় এবং দিবস নির্ধারণ করা যাবে (See screenshot below).



 













ভিডিও:

কিভাবে কম্পিউটারের access speed বৃদ্ধির জন্য Disk Difragment/ Optimize করা হয়: