৫. টিউটোরিয়ালঃ Adobe Photoshop এর চিএসহ বর্ণনা এবং ভিডিওসহ Tutorial:



(১) Adobe Photoshop কি এবং কিভাবে তা কম্পিউটারে install করা হয়।
(২) Photoshop এ কিভাবে একটি picture (ছবি) open করা হয়।
(৩) Photoshop এ কিভাবে একটি Image তৈরী করে Save করা হয়।
(৪) কিভাবে Photoshop দিয়ে একটি Picture বা ছবির brightness এবং contrast পরিবর্তন করা যায়।
(৫) Photoshop দিয়ে কিভাবে একটি Picture বা ছবি resize করা যায়।
(৬) Photoshop এ কিভাবে একটি Picture বা ছবিকে Crop করা হয়।
(৭) কিভাবে Photoshop এ একটি Picture বা ছবিকে Rotate (ঘুরানো) হয়।
(৮) কিভাবে Photoshop এ একটি Picture বা ছবির Background পরিবর্তন করা যায়।
(৩) Photoshop এ কিভাবে একটি Image তৈরী করে Save করা হয়।

Photoshop এ কিভাবে একটি picture (ছবি) তৈরী করে Save করা হয়:

Step-1: উপরে বামপাশ থেকে File tab এ click করে New এ click করতে হবে।
Step-2: এবার A4 সাইজ অথবা যে সাইজের picture (ছবি) তৈরী করতে হবে সে সাইজ select করে Ok তে click করতে হবে।

Step-3: Picture বা ছবিটির Background color পরিবর্তন করতে হলে বামে Tools window থেকে Paint Bucker Tool এ click করতে হবে। (Tools window না থাকলে উপরে Window menu থেকে Tools এ click করতে হবে)।

Step-4: Color পছন্দের জন্য Set foreground color থেকে color select করে Ok তে click করতে হবে। এবার page এর উপর একটি click করলেই page টির Background selected color এ পরিবর্তিত হবে।
Step-5: এবার page এ কোন কিছু লিখতে হলে Horizontal type tool (T) select করে লিখতে হবে। লেখা শেষে Move tool এ click করতে হবে লেখাটিকে নির্দিষ্ট জায়গায় বসানোর জন্য।
Step-6: এবার page টিকে Picture বা ছবি হিসাবে save করার জন্য উপরে বামপাশ থেকে File tab এ click করে Save as এ click করতে হবে। এবার Picture বা ছবিটির একটি নাম দিয়ে JPEG*.JPG;*.JPE Format select করে Save এ click করতে হবে।

Note: Picture বা ছবিটি পরবর্তিতে Edit করতে হলে পুনরায় *.PSD;*.PDD FormatSave করতে হবে।



নিচে চিত্রসহ বর্ণনা এবং ভিডিও দেওয়া হল

চিত্রসহ বর্ণনা :

Photoshop এ কিভাবে একটি picture (ছবি) তৈরী করে Save করা হয়:

Step-1:উপরে বামপাশ থেকে File tab এ click করে New এ click করতে হবে (See screenshot below).




Step-2:এবার A4 সাইজ অথবা যে সাইজের picture (ছবি) তৈরী করতে হবে সে সাইজ select করে Ok তে click করতে হবে (See screenshot below).




Step-3: Picture বা ছবিটির Background color পরিবর্তন করতে হলে বামে Tools window থেকে Paint Bucker Tool এ click করতে হবে। (Tools window না থাকলে উপরে Window menu থেকে Tools এ click করতে হবে) (See screenshot below).




Step-4: Color পছন্দের জন্য Set foreground color থেকে color select করে Ok তে click করতে হবে। এবার page এর উপর একটি click করলেই page টির Background selected color এ পরিবর্তিত হবে (See screenshot below).




Step-5: এবার page এ কোন কিছু লিখতে হলে Horizontal type tool (T) select করে লিখতে হবে। লেখা শেষে Move tool এ click করতে হবে লেখাটিকে নির্দিষ্ট জায়গায় বসানোর জন্য (See screenshot below).




Step-6: এবার page টিকে Picture বা ছবি হিসাবে save করার জন্য উপরে বামপাশ থেকে File tab এ click করে Save as এ click করতে হবে। এবার Picture বা ছবিটির একটি নাম দিয়ে JPEG*.JPG;*.JPE Format select করে Save এ click করতে হবে (See screenshot below).






Note: Picture বা ছবিটি পরবর্তিতে Edit করতে হলে পুনরায় *.PSD;*.PDD FormatSave করতে হবে।












ভিডিও:

Photoshop এ কিভাবে একটি picture (ছবি) তৈরী করে Save করা হয়: