(১) Adobe Photoshop কি এবং কিভাবে তা কম্পিউটারে install করা হয়।
Adobe Photoshop কি?
Photoshop একটি সফটওয়্যার যেখানে ছবি এডিটিং (Editing), Image তৈরি এবং গ্রাফিক্সের (Graphics) কাজ করা হয়।
কেন Adobe Photoshop ব্যবহার করা হয়?
Adobe Photoshop এ মূলত
ছবি এডিটিং (Editing), Image তৈরি এবং গ্রাফিক্সের (Graphics) কাজ করা হয়। নিচে Adobe Photoshop এর বিভিন্ন কাজের তালিকা দেওয়া হল -
- ছবির brightness পরিবর্তন
- ছবির size এবং resulation পরিবর্তন
- ছবির background পরিবর্তন
- ছবির বিভন্ন অংশ কর্তন (Crop, trim etc)
- ছবি ঘোরানো ( Rotate)
- ছবিতে বিভিন্ন কিছু সংযোগ ( Adding effects)
- ছবিতে লেখা (Text) সংযোগ এবং পরিবর্তন
- ছবির লেখাতে (Text) gradient, shadow, texture, glow ইত্যাদি effect সংযোগ
- বিভিন্ন size, resulation এবং গ্রাফিক্স (Graphics) সংযুক্ত করে Image তৈরি
- ছবি বা Image এর Fill এবং Opacity পরিবর্তন
- Adobe Photoshop এ JPEG, JPG, PNG, BMP, GIF, EPS, RAW, TIF ইত্যাদি format এর file তৈরি করা যায়
কিভাবে Adobe Photoshop কম্পিউটারে install করা হয়?
বাজারে বিভন্ন version এর Adobe Photoshop সফটওয়্যার রয়েছে। প্রয়োজনীয় version এর সফটওয়্যার কিনে বা Internet থেকে download করে বা অন্য কোন মাধ্যম থেকে সংগ্রহ করে নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে কম্পিউটারে Install করতে হবে। এই wbsite এ Adobe Photoshop 8 ব্যবহার করে টিউটরিয়াল তৈরি করা হয়েছে।
|