৫. টিউটোরিয়ালঃ Microsoft Outlook এর চিএসহ বর্ণনা এবং ভিডিওসহ Tutorial:



(১) Microsoft Outlook কি এবং কিভাবে তা কম্পিউটারে install করা হয়।
(২) কিভাবে Webmail account কে Microsoft Outlook এ যুক্ত করা হয়।
(3) কিভাবে Gmail account কে Microsoft Outlook এ যুক্ত করা যায়।
(4) কিভাবে Yahoo mail account কে Microsoft Outlook এ যুক্ত করা যায়।
(৫) কিভাবে Microsoft Outlook ব্যবহার করে একটি mail send করা হয়।
(৬) কিভাবে Outlook এ একটি mail এর reply দেওয়া হয়।
(৭) কিভাবে একটি Outlook mail Forward করা হয়।
(৮) কিভাবে Outlook এ Signature যুক্ত করা যায়।
(৯) Outlook Mail এ কিভাবে একজন Sender কে block করা যায়।
(১০) কিভাবে একটি mail address এর সমস্ত mail একটি Folder এনে দেখা যায়।
(১১) এক Outlook থেকে অন্য Outlook এ কিভাবে Address book (.csv file) Import/ Export করা যায়।
(১) Microsoft Outlook কি এবং কিভাবে তা কম্পিউটারে install করা হয়।

Microsoft Outlook কি?

Microsoft Outlook হচ্ছে একটি ই-মেইল সফটওয়্যার প্রোগ্রাম যা কম্পিউটারে বিভিন্ন সুবিধাসহ ই-মেইল প্রদান এবং গ্রহণে সহায়তা করে। এটি Microsoft এর তৈরি একটি সফটওয়্যার এবং এটি Microsoft Office suite সফটওয়্যার package এর এটি সফটওয়্যার।


কেন Microsoft Outlook ব্যবহার করা হয়?

Microsoft Outlook মূলত বিভিন্ন সুবিধাসহ ই-মেইল প্রদান এবং গ্রহণে ব্যবহার করা হয়। নিচে Microsoft Outlook ব্যবহারে বিভিন্ন সুবিধাসমুহের তালিকা দেওয়া হল -

  • ই-মেইল প্রদান এবং গ্রহণ
  • বিরক্তিকর ই-মেইল ID block করণ
  • একটি Outlook এ বিভিন্ন ই-মেইল server (Gmail, yahoo mail, hot mail ইত্যাদি) সংযোগ
  • Spelling এবং grammar check
  • Inserts pictures
  • Inserting Shapes
  • Tables তৈরি
  • Graph তৈরি
  • Signature সংযোগ
  • share your calendar, schedule meetings, share picture এবং files
  • বিভিন্ন ই-মেইল address এবং contact Save করা
  • ই-মেইল body কে বিভিন্নভাবে Print করা


কিভাবে Microsoft Outlook কম্পিউটারে install করা হয়?

Microsoft Outlook কম্পিউটারে install করতে Microsoft Office সফটওয়্যার install করতে হবে।