কিভাবে USB Flash Drive (Pen drive/ Memory card) ব্যবহার করে Windows 7 Install করা যায় (চিহ্ন ও ভিডিওসহ বর্ণনা)।
Windows 7 Install শুরুর পূর্বে দেখতে হবে যে কম্পিউটারটিতে Windows 7 Install এর জন্য প্রয়োজনীয় Hardware আছে কিনা।
নিচে Windows 7 Install এর জন্য সর্বনিম্ন Hardware এর list দেওয়া হল:
1. 1 GHz 32 bit processor.
2. 1Gb RAM for good performance.
3. Graphics adapter that supports Direct x 9 graphics. Minimum 512 Mb of Graphics memory.
4. 20 GB free Hard disk space.
Windows 7 এর বিভিন্ন Editions:
1. Windows 7 starter
2. Home basic
3. Home premium
4. Professional
5. Enterprise
6. Ultimate
নিচে কিভাবে USB Flash Drive (Pen drive/ Memory card) ব্যবহার করে Windows 7 Install করা যায় তা step by step চিহ্নসহ বর্ণনা করা হল:
First - প্রথমে 4GB অথবা 4GB এর বেশী একটি USB Flash Drive (Pen drive/ Memory card) কম্পিউটারের usb port এ প্রবেশ করাতে হবে। এবার Step-1, Step-2, Step-3 অনুসরণ করে USB Flash Drive (Pen drive/ Memory card) কে bootable করতে হবে।
অথবা
যদি Operating system এর ISO format file থাকে তবে "Windows USB/DVD Download Tool" software টি দিয়ে খুব সহজে USB Flash Drive (Pen drive/ Memory card) কে bootable করা যাবে। Software টি download করতে এই link এ click করুন http://wudt.codeplex.com/.
Second - Boot setup USB Flash Drive (Pen drive/ Memory card) থেকে করার জন্য কম্পিউটারের BIOS setup করতে (Step-4, Step-5, Step-6) অনুসরণ করতে হবে।
Third - Step-7 থেকে Windows installation শুরু করতে হবে।
নিচে চিত্রসহ বর্ণনা এবং ভিডিও দেওয়া হল
চিত্রসহ বর্ণনা :
Step-1: প্রথমে 4GB অথবা 4GB এর বেশী একটি USB Flash Drive (Pen drive/ Memory card) কম্পিউটারের usb port এ প্রবেশ করাতে হবে। বামে নিচের কোণায় start icon এ click করে Search bar এ cmd লিখলে উপরে cmd.exe দেখা যবে। cmd.exe এর উপর মাউজ পয়েন্টার রেখে মাউজের Right button এ click করে Run as administrator এ click করতে হবে। এটা Administrator: Command Prompt open করবে। (See screenshot below).
×
1 / 18
2 / 18
3 / 18
4 / 18
5 / 18
6 / 18
7 / 18
8 / 18
9 / 18
10 / 18
11 / 18
12 / 18
13 / 18
14 / 18
15 / 18
16 / 18
17 / 18
18 / 18
❮
❯
Step-2: এবার পর্যায়ক্রমে সতর্কতার সাথে ইনচের command গুলো লিখে USB Flash Drive (Pen drive/ Memory card) কে bootable করতে হবে:
1. Type "diskpart" & hit enter.
2.Type "list disk" & hit enter. (It will show Disk 0 for hard drive and Disk 1 for your USB flashdrive).
3. Type "select disk 1" (Make sure your pc Disk 1 is your USB flashdrive (follow the size of disk), if the else give disk name) & hit enter.
4. Type "clean" & hit enter.
5. Type "create partition primary" & hit enter.
6.Type "select partition 1" & hit enter.
7. Type "active" & hit enter.
8. Type "format fs=ntfs quick" & hit enter.
9. When format complete 100%, type "exit" & hit enter.
Administrator: Command Prompt window close করতে হবে। (See screenshot below).
×
1 / 18
2 / 18
3 / 18
4 / 18
5 / 18
6 / 18
7 / 18
8 / 18
9 / 18
10 / 18
11 / 18
12 / 18
13 / 18
14 / 18
15 / 18
16 / 18
17 / 18
18 / 18
❮
❯
Step-3: এখন কোন Windows 7 এর DVD অথবা অন্য কোন উৎস থেকে Windows 7 এর সকল file copy করে bootable USB Flash Drive (Pen drive/ Memory card) এ Paste করতে হবে। (See screenshot below).
×
1 / 18
2 / 18
3 / 18
4 / 18
5 / 18
6 / 18
7 / 18
8 / 18
9 / 18
10 / 18
11 / 18
12 / 18
13 / 18
14 / 18
15 / 18
16 / 18
17 / 18
18 / 18
❮
❯
Step-4: এবার BIOS setup এর জন্য প্রথমে কম্পিউটার Restart করতে হবে। কম্পিউটার শুরুর প্রথমে BIOS screen আসার সাথে সাথে BIOS এ প্রবেশের জন্য Keyboard এর নির্দিষ্ট Button (Del, Esc, F2, F10, অথবা F9) এ click করতে হবে। সধারণত BIOS screen এ নির্দিষ্ট Button টি বলে দেওয়া থাকে।
×
1 / 18
2 / 18
3 / 18
4 / 18
5 / 18
6 / 18
7 / 18
8 / 18
9 / 18
10 / 18
11 / 18
12 / 18
13 / 18
14 / 18
15 / 18
16 / 18
17 / 18
18 / 18
❮
❯
Step-5: BIOS এর boot Menu তে গিয়ে Removable Devices কে first boot device হিসাবে নির্বাচন করতে হবে। (See screenshot below).
×
1 / 18
2 / 18
3 / 18
4 / 18
5 / 18
6 / 18
7 / 18
8 / 18
9 / 18
10 / 18
11 / 18
12 / 18
13 / 18
14 / 18
15 / 18
16 / 18
17 / 18
18 / 18
❮
❯
Step-6: এবার Setup configaration changes and exit now এ Yes select করতে হবে। কম্পিউটার Restart হবে। (See screenshot below).
×
1 / 18
2 / 18
3 / 18
4 / 18
5 / 18
6 / 18
7 / 18
8 / 18
9 / 18
10 / 18
11 / 18
12 / 18
13 / 18
14 / 18
15 / 18
16 / 18
17 / 18
18 / 18
❮
❯
Step-7: Windows srtup [EMS Enabled] select করে Keyboard থেকে Enter চাপলে operating system load হওয়া শুরু করবে। (screenshot below).
×
1 / 18
2 / 18
3 / 18
4 / 18
5 / 18
6 / 18
7 / 18
8 / 18
9 / 18
10 / 18
11 / 18
12 / 18
13 / 18
14 / 18
15 / 18
16 / 18
17 / 18
18 / 18
❮
❯
Step-8: Windows Setup loads হওয়ার পর language, keyboard type, and time/currency format select করে Next এ click করতে হবে। (screenshot below).
×
1 / 18
2 / 18
3 / 18
4 / 18
5 / 18
6 / 18
7 / 18
8 / 18
9 / 18
10 / 18
11 / 18
12 / 18
13 / 18
14 / 18
15 / 18
16 / 18
17 / 18
18 / 18
❮
❯
Step-9: Install Now এ click করতে হবে। (screenshot below).
×
1 / 18
2 / 18
3 / 18
4 / 18
5 / 18
6 / 18
7 / 18
8 / 18
9 / 18
10 / 18
11 / 18
12 / 18
13 / 18
14 / 18
15 / 18
16 / 18
17 / 18
18 / 18
❮
❯
Step-10: Bit x86 অথবা x64 এর Windows 7 starter থেকে Ultimate পর্যন্ত যে কোন একটি Edition select করতে হবে। (Ultimate হচ্ছে সবচেয়ে বেশী funtional)। এখানে x86 মানে 32 bit এবং x64 মানে 64 bit। 2GB এর বেশী RAM এবং কম্পিউটার Hardware configuration ভালো হলে x64 bit ব্যবহার করতে হবে । অন্যথায় x86 bit ব্যবহার করতে হবে। (screenshot below).
×
1 / 18
2 / 18
3 / 18
4 / 18
5 / 18
6 / 18
7 / 18
8 / 18
9 / 18
10 / 18
11 / 18
12 / 18
13 / 18
14 / 18
15 / 18
16 / 18
17 / 18
18 / 18
❮
❯
Step-11: Microsoft Software License Terms গুলো পড়ে check I accept the license terms select করে Next এ click করতে হবে। (screenshot below).
×
1 / 18
2 / 18
3 / 18
4 / 18
5 / 18
6 / 18
7 / 18
8 / 18
9 / 18
10 / 18
11 / 18
12 / 18
13 / 18
14 / 18
15 / 18
16 / 18
17 / 18
18 / 18
❮
❯
Step-12: Custom (Advanced) installation select করতে হবে। (screenshot below).
×
1 / 18
2 / 18
3 / 18
4 / 18
5 / 18
6 / 18
7 / 18
8 / 18
9 / 18
10 / 18
11 / 18
12 / 18
13 / 18
14 / 18
15 / 18
16 / 18
17 / 18
18 / 18
❮
❯
Step-13: Drive options (advanced) থেকে Prtition1: System Reserved এবং Prtition2 (অথবা যে Partition এ operation system install দিতে হবে সে Partition কে) format দিতে হবে। Prtition2 (অথবা যে Partition এ operation system install দিতে হবে সে Partition) select করে Next এ click করলে সে Partition এ operating system install শুরু হবে। (screenshot below).
×
1 / 18
2 / 18
3 / 18
4 / 18
5 / 18
6 / 18
7 / 18
8 / 18
9 / 18
10 / 18
11 / 18
12 / 18
13 / 18
14 / 18
15 / 18
16 / 18
17 / 18
18 / 18
❮
❯
Step-14: Installation status screen দেখা যাবে। Installation complete হতে কিছু সময় লাগবে এবং এ সময় কম্পিউটার কয়েকবার Auto Restart নিবে। (screenshot below).
×
1 / 18
2 / 18
3 / 18
4 / 18
5 / 18
6 / 18
7 / 18
8 / 18
9 / 18
10 / 18
11 / 18
12 / 18
13 / 18
14 / 18
15 / 18
16 / 18
17 / 18
18 / 18
❮
❯
Step-15: Successful installation পর ‘computer name’ কম্পিউটারের নাম দিতে হবে এবং ‘Password’ চাইলে password দেওয়া যাবে অথবা পরেও password দেওয়া যাবে। ‘Next’ এ click করতে হবে। (screenshot below).
×
1 / 18
2 / 18
3 / 18
4 / 18
5 / 18
6 / 18
7 / 18
8 / 18
9 / 18
10 / 18
11 / 18
12 / 18
13 / 18
14 / 18
15 / 18
16 / 18
17 / 18
18 / 18
❮
❯
Step-16: নির্দিষ্ট ‘Time Zone’ select করে date and Time check করে প্রয়োজনে ঠিক করে ‘Next’ এ click করতে হবে। (screenshot below).
×
1 / 18
2 / 18
3 / 18
4 / 18
5 / 18
6 / 18
7 / 18
8 / 18
9 / 18
10 / 18
11 / 18
12 / 18
13 / 18
14 / 18
15 / 18
16 / 18
17 / 18
18 / 18
❮
❯
Step-17: কম্পিউটার network conected থাকলে ‘Network type’ select করতে হবে। (screenshot below).
×
1 / 18
2 / 18
3 / 18
4 / 18
5 / 18
6 / 18
7 / 18
8 / 18
9 / 18
10 / 18
11 / 18
12 / 18
13 / 18
14 / 18
15 / 18
16 / 18
17 / 18
18 / 18
❮
❯
Step-18: Windows setup শেষ, এখন কম্পিউটার Windows সম্পূর্ণরূপে ব্যবহার উপযোগী। (screenshot below).
×
1 / 18
2 / 18
3 / 18
4 / 18
5 / 18
6 / 18
7 / 18
8 / 18
9 / 18
10 / 18
11 / 18
12 / 18
13 / 18
14 / 18
15 / 18
16 / 18
17 / 18
18 / 18
❮
❯
ভিডিও:
কিভাবে USB Flash Drive (Pen drive/ Memory card) ব্যবহার করে Windows 7 Install করা যায়:
|