৪. সেটআপঃ কম্পিউটার-এ বিভিন্ন SoftwareHardware-এর সেটআপ।

(A) Software Setup:

     (a) Windows Installation.

(i) Windows 7 installation
কিভাবে DVD ROM ব্যবহার করে Windows 7 Install করা হয় (চিহ্ন ও ভিডিওসহ বর্ণনা)।
কিভাবে USB Flash Drive (Pen drive/ Memory card) ব্যবহার করে Windows 7 Install করা যায় (চিহ্ন ও ভিডিওসহ বর্ণনা)।
(ii) Windows 8.1 installation
কিভাবে DVD ROM ব্যবহার করে Windows 8.1 Install করা হয় (চিহ্ন ও ভিডিওসহ বর্ণনা)।
কিভাবে USB Flash Drive (Pen drive/ Memory card) ব্যবহার করে Windows 8.1 Install করা যায় (চিহ্ন ও ভিডিওসহ বর্ণনা)।
(iii) Windows 10 installation
কিভাবে DVD ROM ব্যবহার করে Windows 10 Install করা হয় (চিহ্ন ও ভিডিওসহ বর্ণনা)।
কিভাবে USB Flash Drive (Pen drive/ Memory card) ব্যবহার করে Windows 10 Install করা যায় (চিহ্ন ও ভিডিওসহ বর্ণনা)।


(B) Hard drive Setup: 
        
      (b) Hard drive partition.
 
কিভাবে নতুন Hard Drive এ partition তৈরী করা হয়।
কিভাবে Hard drive এর যে কোন একটি Partition এর জায়গা (MB) বাড়ানো যায়।
  কিভাবে Hard drive এর যে কোন একটি Partition এর size (MB/ GB) কমানোর জন্য Volume Shrink করা হয়।

(C) Desktop computer Setup:

      (C) Desktop PC Installation.

 → Desktop কম্পিউটারের বিভিন্ন Components এর নাম ও চিত্রসহ বর্ণনা, Approximate দাম এবং ভিডিওসহ সকল Components Assembly করার পদ্ধতি।

 

কিভাবে Hard drive এর যে কোন একটি Partition এর জায়গা (MB) বাড়ানো যায়।

এখানে কোন Software ছাড়া এবং কোন Data না হারিয়ে কিভাবে Hard drive partition C: এর জায়গা (10GB) বাড়ানো যায় তা দেখানো হল:

C:drive 10GB বাড়াতে হলে D:drive থেকে 10GB নিতে হবে। সুতরাং D:drive কে Delete করে Unallocated করতে হবে হবে। পরবর্তীতে D: drive টি নতুন করে তৈরীর সময় Format দিতে হবে। এজন্য প্রথমে D:drive এর সকল Data copy করে আন্য একটি Drive এ Transfer করতে তা না হবে D:drive এর সকল Data মুছে যাবে। এবার তা হলে D:drive কে unallocated করা যাক:
 

Step-1: প্রথমে বামে নিচের কোণায় start icon এ click করে Computer এর উপর মাউজ পয়েন্টার রেখে মাউজের Right button এ click করে Manage এ click করতে হবে।
Step-2: বামে Disk Management এ click করে D:drive টির উপর মাউজ পয়েন্টার রেখে মাউজের Right button এ click করে Delete Volume এ click করতে হবে।
Step-3: Yes এ click করে D:drive টি unallocated করতে হবে। D:drive থেকে 10GB জায়গা নেওয়ার পর আবার D:drive তৈরী করতে হবে।

Step-4: C:drive টির উপর মাউজ পয়েন্টার রেখে মাউজের Right button এ click করে Extend Volume এ click করতে হবে।
Step-5: Next এ click করতে হবে।
Step-6: এবার Select the amount the space in MB section এ, 10GB জায়গা বাড়ানোর জন্য 10240 MB লিখতে হবে। এখানে 10GB= (10*1024)MB, MB তে convert করার জন্য 1024 দ্বারা গূণ করা হল। এবার Next এ click করে Finish এ click করলে C:drive এ 10GB যুক্ত হবে।
এবার D:drive পুনরায় তৈরী করা যাক:
Step-7: D:drive টির উপর মাউজ পয়েন্টার রেখে মাউজের Right button এ click করে New Simple Volume এ click করতে হবে।
Step-8: Next এ click করে আবার Next এ click করতে হবে।
Step-9: এবার drive letter D লিখে Next এ click করতে হবে।
SStep-10: NTFS file system এ quick format দিতে হবে।

Next এ click করে Finish এ click করলে D:drive পুনরায় তৈরী হবে।


বি:দ্র: কোন Drive কে সম্পূর্ণরূপে নির্দিষ্ট GB তে তৈরী করতে হলে কত MB দিতে হবে তার একটি উদাহরণ দেওয়া হল। যেমন: সম্পূর্ণরূপে 50GB একটি Drive করতে হলে, (50*1024)+100 MB = 51300 MB দিতে হবে। এখানে, 1024 হচ্ছে MB তে Convert করার জন্য এবং 100 হচ্ছে Allowance. Hard disk partition করার সময় বিষয়টি বিবেচনা করা হয়।



নিচে চিত্রসহ বর্ণনা এবং ভিডিও দেওয়া হল

চিত্রসহ বর্ণনা :

এখানে কোন Software ছাড়া এবং কোন Data না হারিয়ে কিভাবে Hard drive partition C: এর জায়গা (10GB) বাড়ানো যায় তা দেখানো হল:

C:drive 10GB বাড়াতে হলে D:drive থেকে 10GB নিতে হবে। সুতরাং D:drive কে Delete করে Unallocated করতে হবে হবে। পরবর্তীতে D: drive টি নতুন করে তৈরীর সময় Format দিতে হবে। এজন্য প্রথমে D:drive এর সকল Data copy করে আন্য একটি Drive এ Transfer করতে তা না হবে D:drive এর সকল Data মুছে যাবে। এবার তা হলে D:drive কে unallocated করা যাক:

 

Step-1:প্রথমে বামে নিচের কোণায় start icon এ click করে Computer টির উপর মাউজ পয়েন্টার রেখে মাউজের Right button এ click করে Manage এ click করতে হবে।(See screenshot below).



Step-2: বামে Disk Management এ click করে D:drive টির উপর মাউজ পয়েন্টার রেখে মাউজের Right button এ click করে Delete Volume এ click করতে হবে। (See screenshot below).




Step-3: Yes এ click করে D:drive টি unallocated করতে হবে। D:drive থেকে 10GB জায়গা নেওয়ার পর আবার D:drive তৈরী করতে হবে। (See screenshot below).




Step-4: C:drive টির উপর মাউজ পয়েন্টার রেখে মাউজের Right button এ click করে Extend Volume এ click করতে হবে। (See screenshot below).



Step-5: Next এ click করতে হবে। (See screenshot below).
 


Step-6: এবার Select the amount the space in MB section এ, 10GB জায়গা বাড়ানোর জন্য 10240 MB লিখতে হবে। এখানে 10GB= (10*1024)MB, MB তে convert করার জন্য 1024 দ্বারা গূণ করা হল। এবার Next এ click করে Finish এ click করলে C:drive এ 10GB যুক্ত হবে। (See screenshot below).


এবার D:drive পুনরায় তৈরী করা যাক:

Step-7: D:drive টির উপর মাউজ পয়েন্টার রেখে মাউজের Right button এ click করে New Simple Volume এ click করতে হবে। (See screenshot below).




Step-8: Next এ click করে আবার Next এ click করতে হবে। (See screenshot below).




Step-9: এবার drive letter D লিখে Next এ click করতে হবে। (See screenshot below).




Step-10: NTFS file system এ quick format দিতে হবে।

Next এ click করে Finish এ click করলে D:drive পুনরায় তৈরী হবে।

(See screenshot below).





বি:দ্র: কোন Drive কে সম্পূর্ণরূপে নির্দিষ্ট GB তে তৈরী করতে হলে কত MB দিতে হবে তার একটি উদাহরণ দেওয়া হল। যেমন: সম্পূর্ণরূপে 50GB একটি Drive করতে হলে, (50*1024)+100 MB = 51300 MB দিতে হবে। এখানে, 1024 হচ্ছে MB তে Convert করার জন্য এবং 100 হচ্ছে Allowance. Hard disk partition করার সময় বিষয়টি বিবেচনা করা হয়।






ভিডিও:
কিভাবে Hard drive এর যে কোন একটি Partition এর জায়গা (MB) বাড়ানো যায়: