৪. সেটআপঃ কম্পিউটার-এ বিভিন্ন SoftwareHardware-এর সেটআপ।

(A) Software Setup:

     (a) Windows Installation.

(i) Windows 7 installation
কিভাবে DVD ROM ব্যবহার করে Windows 7 Install করা হয় (চিহ্ন ও ভিডিওসহ বর্ণনা)।
কিভাবে USB Flash Drive (Pen drive/ Memory card) ব্যবহার করে Windows 7 Install করা যায় (চিহ্ন ও ভিডিওসহ বর্ণনা)।
(ii) Windows 8.1 installation
কিভাবে DVD ROM ব্যবহার করে Windows 8.1 Install করা হয় (চিহ্ন ও ভিডিওসহ বর্ণনা)।
কিভাবে USB Flash Drive (Pen drive/ Memory card) ব্যবহার করে Windows 8.1 Install করা যায় (চিহ্ন ও ভিডিওসহ বর্ণনা)।
(iii) Windows 10 installation
কিভাবে DVD ROM ব্যবহার করে Windows 10 Install করা হয় (চিহ্ন ও ভিডিওসহ বর্ণনা)।
কিভাবে USB Flash Drive (Pen drive/ Memory card) ব্যবহার করে Windows 10 Install করা যায় (চিহ্ন ও ভিডিওসহ বর্ণনা)।


(B) Hard drive Setup: 
        
      (b) Hard drive partition.
 
কিভাবে নতুন Hard Drive এ partition তৈরী করা হয়।
কিভাবে Hard drive এর যে কোন একটি Partition এর জায়গা (MB) বাড়ানো যায়।
  কিভাবে Hard drive এর যে কোন একটি Partition এর size (MB/ GB) কমানোর জন্য Volume Shrink করা হয়।

(C) Desktop computer Setup:

      (C) Desktop PC Installation.

 → Desktop কম্পিউটারের বিভিন্ন Components এর নাম ও চিত্রসহ বর্ণনা, Approximate দাম এবং ভিডিওসহ সকল Components Assembly করার পদ্ধতি।

 

কিভাবে নতুন Hard Drive এ partition তৈরী করা হয়।

একটি নতুন হার্ড ডিস্ক (Hard disk) এ সম্পূর্ণ জায়গা Unallocated হিসাবে থাকে। হার্ড ডিস্কটি ব্যবহার উপযোগী করতে এই Unallocated জায়গাতে একটি অথবা একাধিক partition করে drive তৈরী করতে হবে। হার্ড ডিস্ক (Hard disk) এ partition করতে হলে Operating system install এর সময় partition করে drive তৈরী করতে হবে। নির্দিষ্ট পরিমাণ জায়গা নিয়ে কমপক্ষে একটি drive করে তাতে operating system install করে পরতর্তিতে operating system install এর পর প্রয়োজন অনুপাতে partition করে drive তৈরী করা যাবে।

Operating system install এর সময় কিভাবে নতুন হার্ড ডিস্ক (Hard disk) এ partition তৈরী করতে হয়:

(i) Oerating system install এর সময় License terms accept এর পর operationg system install এর জন্য drive selection করতে হবে। এক্ষেত্রে drive selection এর জন্য সাধারণত হার্ড ডিস্কের সকল drive show করা হয়, আর নতুন হার্ড ডিস্কে যেহেতু drive থাকে না তাই হার্ড ডিস্কের সম্পূর্ণ জায়গা Unallocated হিসাবে দেখা যায়। Operating system install এর জন্য কমপক্ষে একটি drive লাগবে। Drive তৈরী করতে unallocated space এ click করে নিচে New এ click করতে হবে। এবার হার্ড ডিস্কের সম্পূর্ণ জায়গা নিয়ে একটি drive তৈরী করতে Apply এ click করলে সম্পূর্ণ জায়গা নিয়ে একটি drive তৈরী হবে। আর নির্দিষ্ট পরিমাণ জায়গা নিয়ে Drive তৈরী করতে নির্দিষ্ট পরিমাণ টি Megabyte এ লিখে Apply এ click করলে নির্দিষ্ট জায়গা নিয়ে একটি drive তৈরী হবে এবং অবশিষ্ট জায়গা Unallocated থেকে যাবে। এই Unallocated জায়গায় operating system install এর পর একাধিক partition করে drive তৈরী করা যাবে।

উদাহরণ: সম্পূর্ণ 100GB partition করতে 102500MB ((100*1024)+100) লিখতে হবে। এখানে 1024 দিয়ে 100 কে গুণ করা হয়ছে Gigabyte থেকে Megabyte convert করার জন্য। আর 100 যোগ করা হয়েছে যা allowance পূরণের জন্য।


Operating system install এর পর কিভাবে নতুন হার্ড ডিস্ক (Hard disk) এ partition তৈরী করতে হয়:


(i)  প্রথমে বামে নিচের কোণায় start icon এ click করে Computer এর উপর মাউজ পয়েন্টার রেখে মাউজের Right button এ click করে Manage এ click করতে হবে।

(ii) বামে Disk Management এ click করে ডানে unallocated space এর উপর মাউজ পয়েন্টার রেখে মাউজের Right button এ click করে New Simple Volume এ click করতে হবে।

(iii) Next এ click করতে হবে। এবার Select the amount the space in MB section এ, নির্দিষ্ট MB লিখে Next এ click করতে হবে।

(iv) এবার drive letter select করে Next এ click করতে হবে।

(v) Volume টি NTFS file system এ quick format দিয়ে Next এ click করে Finish এ click করতে হবে।




br />