৫. টিউটোরিয়ালঃ Microsoft PowerPoint এর চিএসহ বর্ণনা এবং ভিডিওসহ Tutorial:



(১) Microsoft PowerPoint কি এবং কিভাবে তা কম্পিউটারে install করা হয়।
(২) কিভাবে Microsoft PowerPoint এ একটি ফাইল তৈরী করে Save করতে হয়।
(৩) কিভাবে Microsoft PowerPoint এ একটি নতুন Slide Insert করা হয়।
(৪) কিভাবে Microsoft PowerPoint এ slide show করা যায়।
(৫) কিভাবে Microsoft PowerPoint এ একটি slide এর Background পরিবর্তন করা যায়।
(৬) কিভাবে Microsoft PowerPoint এ slide show animation দেওয়া যায়।
(৭) কিভাবে Microsoft PowerPoint এ একটি Graph এর বিভিন্ন Category তে slide show animation দেওয়া যায়।
(১) Microsoft PowerPoint কি এবং কিভাবে তা কম্পিউটারে install করা হয়।

Microsoft PowerPoint কি?

Microsoft PowerPoint হচ্ছে শক্তিশালী presentation সফটওয়্যার। যার প্রোগ্রাম বিভিন্ন তথ্যকে slide এর মাধ্যমে মাল্টিমিডিয়ায় উপস্থাপনে সর্বোচ্চ সুবিধা প্রধান করে। এটি Microsoft এর তৈরি একটি সফটওয়্যার এবং এটি Microsoft Office suite সফটওয়্যার package এর এটি সফটওয়্যার।


কেন Microsoft PowerPoint ব্যবহার করা হয়?

Microsoft PowerPoint বিভিন্ন তথ্য presentation এ বিশেষ সুবিধা প্রদান করে। নিচে Microsoft PowerPoint ব্যবহারে বিভিন্ন সুবিধাসমুহের তালিকা দেওয়া হল -

 

  • Slide এর মাধ্যমে বিভিন্ন তথ্য presentation করা
  • Spelling এবং grammar check
  • Inserts pictures
  • Inserting Shapes
  • Tables তৈরি
  • Graph তৈরি
  • Slide Transitions
  • Slide পরিবর্তনের সময় Animation প্রদান
  • বিভিন্নভাবে slide কে Print করা


কিভাবে Microsoft PowerPoint কম্পিউটারে install করা হয়?

Microsoft PowerPoint কম্পিউটারে install করতে Microsoft Office সফটওয়্যার install করতে হবে।