৩. ভাইরাস আক্রান্ত কম্পিউটারকে কিভাবে ভাইরাস মুক্ত করা যায়।
নিচে একটি Virus আক্রান্ত কম্পিউটারকে কিভাবে ভাইরাস মুক্ত করা যায় তা বর্ণনা করা হল:
Step-1: এটি ভাল Antivirus software কিনে কম্পিউটারে তা install করে কম্পিউটার Full Scan করে কম্পিউটারকে সম্পূর্ণরূপে Virus মুক্ত করা যায়।
Step-2: Virus যদি এতটা শক্তিশালী হয় যে তা কোনা Antivirus software install করতে দিচ্ছে না বা তা Antivirus software inastall এর পর একে সিঠিকভাবে কাজ করতে বাধা দিচ্ছে তবে ভিন্ন পন্থা অবলম্বন করতে হবে। এই উপায়ে free antivirus ব্যবহার করেও কম্পিউটারকে Virus মুক্ত করা যাবে।
এক্ষেত্রে কম্পিটারের C: drive Format করে নতুন অপারেটিং সিস্টেম install করে সরাসরি Hard disk এর কোন drive বা Folder এ প্রবেশ না করে অন্য কোন উপায়ে কোন Antivirus software install করে সম্পূর্ণ কম্পিউটার Scan করে কম্পিউটারকে সম্পূর্ণরূপে Virus মুক্ত করা যাবে। কারণ C: drive Format করে নতুন অপারেটিং সিস্টেম install করলে সকল Virus এর C: drive এর সাথে সংযোগ বিচ্ছিন্ন হবে। সাধারণত কোন Virus সক্রিয় হয় তখনি যখন যে Folder এ Virus আছে সে Folder টি open করা হয়। এজন্য অপারেটিং সিস্টেম install এর পর Desktop থাকতে হবে কোন drive বা Folder এ প্রবেশ করা যাবে না। যদি Antivirus software টি Hard disk এ থাকে বা Pendrive থাকে তবে একে Desktop এ থেকে install করতে হবে। এজন্য যে পদ্ধতি অনুসরণ করতে হবে তা হল Keyboard থেকে Ctrl+Alt+Delete চেপে Task Manager open করতে হবে বা Taskbar এর উপর মাউজ পয়েন্টার রেখে মাউজ এর right button এ click করে Task Manager এ Click করতে হবে। উপরের বাম পাশে File থেকে Run new task এ click করতে হবে। এবার নিচে ডান পাশে Browse এ click করে Hard disk বা Pendrive এ থাকে Antivirus install করে কম্পিউটার Full Scan করে কম্পিউটারকে সম্পূর্ণরূপে Virus মুক্ত করতে হবে।
Setp-3: এরপরও যদি virus থাকে তবে Hard disk এর সকল গুরুত্বপূর্ণ Data pendrive বা External Hard drive এ Backup রেখে সম্পূর্ণ Hard disk Format করে নতুন অপারেটিং সিস্টেম install করতে হবে। এবার Data backup রাখা flash drive কে অন্য কোন কম্পিউটারের Antivirus দ্বারা Scan করে বা এই কম্পিউটারে একটি ভাল Antivirus software install করে তা দ্বারা Scan করে Virus মুক্ত করে backup data কম্পিউটারে copy করতে হবে।
Setp-4: যদি Data কোন কোন ভাবে Antivirus দ্বারা scan করার সুযোগ না থকে তবে সম্পূর্ণ Hard disk Format করে নতুন অপারেটিং সিস্টেম install করতে হবে। এতে সম্পূর্ণরূপে Virus মুক্ত হওয়া যাবে। তবে এতে কম্পিউটারের সকল Data হারাতে হবে।
বি:দ্র: আবার যারা কম্পিউটার ব্যবহারে পারদর্শী তারা সাধারণ ছোট ভাইরাস remove এ Internet থেকে টিপস্ নিতে পারেন।
|