২. কম্পিউটারকে ভাইরাস এবং হ্যাকারের কাছ থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় কার্যাবলী।
নিচের ১০ টি পদক্ষেপ গুরুত্ব সহকারে অনুসরণ করলে কম্পিউটারকে ভাইরাস এবং হ্যাকারের কাজ থেকে সব সময়ের জন্য নিরাপদ রাখা যাবে:
১#: কম্পিউটারে একটি শক্তিশালী Security software (Antivirus) এর ব্যবহার
।
একটি শক্তিশালী Security software (Antivirus) কিনে নিয়মিত Update করে ব্যবহার করা সবচেয়ে নিরাপদ কাজ। যা আপনাকে Virus এবং Anit-spyware থেকে রক্ষাসহ আরও কিছু বিশেষ সুবিধা দিবে। নিচে কিছু ভাল Antivirus software এর নাম দেওয়া হল:
যদি Antivirus কিনার সামর্থ্য না থাকে বা কিনে ব্যবহারে অনিচ্ছুক তবে Free Antivirus software কম্পিউটারে Install করে নিয়মিত Update রাখতে হবে।
সপ্তাহে অথবা মাসে কমপক্ষে একবার Antivirus software দ্বারা সম্পূর্ণ কম্পিউটারকে scan করতে হবে। এবার একটি সুরক্ষা স্তর তৈরী হল কিন্তু এটা সম্পূর্ণরূপে যথেষ্ট নয়। নিচের পদক্ষেপগুলোও গুরুত্বসহকারে পালন করতে হবে।
২#: Emails এর attachments অথবা Internet থেকে কোন কিছু Download করতে সতর্কতা অবলম্বন করতে হবে।
শুধুমাত্র পরিচিত লোকদের দেওয়া mail এর attachment download করতে হবে এবং অপরিচিত, ধোঁকাবাজ এবং লোভ প্রদানকারীদের দেওয়া সকল mail পড়া বা এদের দেওয়া attachment downlod করা থেকে বিরত থাকতে হবে। এক্ষেত্রে Sender এর mail Name এবং mail এর Extention দেখে সতর্ক হতে হবে। নিচে একটি সঠিক mail Name এবং mail এর Extention এর উদাহরণ দেওয়া হল:
আর spam অথবা hoax emails সাধারণত দেখতে নিচের mail address গুলোর মত হয়:
- noreply@bankofamerica.com <customerservice@security.info>
- Bank of America <noreply@bankofamerika.com>
৩#: সতর্কতার সাথে Internet Browsing করতে হবে।
নিচের বিষয়গুলো বিবেচনা করে Internet Browsing করতে হবে:
- Public Wi-Fi connect এর সময় sharing Turn off করা ভাল। Public Wi-Fi connect এর সময় network location নির্বাচনে Windows ব্যবহারকারীরা “Public network” select করতে হবে।
- Transaction এবং sensitive তথ্য share এ website URL এ “HTTPS” আছে কিনা তা নিশ্চিত হতে হবে এবং সঠিক website URL ব্যবহার করতে হবে।
- Browser plug-ins ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে।
- কোন link এ সন্দেহ হলে click করার পূর্বে, মাউজ link এর উপর রেখে browser এর বামে নিচে দেওয়া সঠিক link address দেখে নিরাপদ মনে হলে click করতে হবে।
- Suspicious (সন্দেহপ্রবণ) সকল ads এবং pop-ups থেকে বিরত থাকতে হবে।.
- সকল porn sites, torrent sites, pirated software download sites, hacking sites ইত্যাদি থেকে বিরত থাকা ভালো।
৪#: Strong and unique passwords ব্যবহার করতে হবে।
নিজের নাম, মোবাইন নাম্বার, পরিচিত কারও নাম ইত্যাদি Password এ ব্যবহার থেকে বিরত থাকতে হবে। Character (যেমন: A,B,C,...), Number (যেমন: 0,1,2,...) এবং Symbol (যেমন: #,৳,%,...) এর সমন্নয়ে একটি দীর্ঘ Unique (অদ্বিতীয় বা বৈশিষ্ট্যযুক্ত) Password তৈরি করে তা ব্যবহার করতে হবে। বিভিন্ন Accounts (যেমন: online banking, email, Facebook ইত্যাদি) এর জন্য ভিন্ন ভিন্ন Password ব্যবহার করতে হবে।
৫#: কম্পিউটারের OS এবং application software up-to-date রাখতে হবে।
OS এবং application software up-to-date রাখালে এদের নতুন তৈরীকৃত সুবিধাগুলো পাওয়া করা যাবে এবং নতুন protection পাওয়া যাবে।
৬#: Pirated এবং cracked software ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে।
Pirated এবং cracked software ব্যবহার করতে আমরা সাধারণত ভালোবাসি। কিন্তু Pirated এবং cracked software এ সাধারণত Virus থাকার সম্ভাবনা বেশী। সুতরাং এগুলো ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে।
৭#: Removable drive (pendrive, memory card, extranal hard drive ইত্যাদি) ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে।
Removable drive (pendrive, memory card, extranal hard drive ইত্যাদি) এর মাধ্যমে সাধারণত এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে virus ছড়ায় বেশি। এ drive গুলোতে যে virus থাকে তা কম্পিউটারে connect এর সাথে সাথে Autorun.inf file এর মাধ্যমে সয়ংক্রিয়ভাবে চালু হয়। এজন্য কম্পিউটারের Autorun.inf option off করে রাখতে হবে অথবা Panda USB Vaccine software ব্যবহার করা যেতে পারে যা install করলে তা Autorun off করে দেয়। এরপর অবশ্য Removable drive টিকে Antivirus software দ্বারা অবশ্যই Scan করে নিতে হবে।
৮#: কোন Software install এ additional software installing অথবা browser plug-ins installing এ সতর্কতা অবলম্বন করতে হবে।
নিচের screenshots টি দেখুন:
উপরের software গুলো install এর সময় addition software install এর অপশন আসে। উপরের চিত্র দেখুন addition software নাম এর বামে টিক চিহ্ন দেওয়া আছে যা তুলে না দিয়ে Next এ click করলে addition software টি install হবে। এরকম অনেক Softare install এর সময় এমন additional software installing অথবা browser plug-ins installing এর option আসে যার মধ্যে malware (যেমন: keylogger এবং browser hijacker) option থাকে। সুতরাং সতর্কতার সাথে বুঝে নিশ্চিত হয়ে প্রয়োজনীয় addition software install করতে হবে।
৯#: Data হারানো ভয় থেকে সম্পূর্ণ নিশ্চিন্ত হতে data Backup রাখতে হবে।
External hard drive কিনে বা DVD কিনে তাতে প্রয়োজনীয় data backup রাখা ভালো যাতে Data হারানো ভয় থেকে সম্পূর্ণ নিশ্চিন্ত থাকা যাবে। অথবা Dropbox অথবা E-mail এর Draft এ data backup রাখা যেতে পারে।
১০#: Update virus এবং Hacking এর News রাখা ভালো।
Update virus এর বৈশিষ্ট, Hacking system সম্পর্কে খবর বা জানাশুনা রাখা ভাল। এতে লক্ষণ দেখে সতর্ক হওয়া যায়।
|