১. কিভাবে একটি কম্পিউটারের গতি বাড়ানো যায়।
নিচে কম্পিউটারের গতি বাড়ানোর বিভিন্ন পদ্ধতি ভিডিওসহ বর্ণনা করা হল:
- কম্পিউটারের হার্ডও্যায়রের (মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, হার্ডডিস্ক, গ্রাফিক্সকার্ড ইত্যাদি) কর্ম ক্ষমতার (Capacity) উপর নির্ভর করে কম্পিউটারে নির্দিষ্ট version এর উইন্ডোজ ব্যবহার করতে হবে।
- কম্পিউটারের হার্ডও্যায়রের সর্বোচ্চ performance এর জন্য সকল হার্ডওয়্যারের update Driver সফটওয়্যার কম্পিউটারে Install করতে হবে।
- কম্পিউটারকে ভাইরাস (Virus) এবং malware মুক্ত রাখার জন্য একটি ভাল এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করতে হবে এবং এন্টিভাইরাস সফটওয়্যারকে Update রাখতে হবে। নিয়মিত এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করে কম্পিউটারকে Full scan করতে হবে।
- কম্পিউটারে একটি PC utility সফটওয়্যার ব্যবহার করা ভাল। যা দ্বারা হার্ড ডিস্কের অপ্রয়োজনীয় ফাইল (junk file), অপ্রয়োজনীয় history ইত্যাদি খুব সহজে মুছা যাবে। কম্পিউটার চালুর সাথে সাথে অনেক কম্পিউটারে অনেক অপ্রয়োজনী বা খুব কম ব্যবহ্নত সফটওয়্যার সয়ংক্রিয়ভাবে চালু হয় যা সারাক্ষণ কম্পিউটারে চালু থাকে। যা কম্পিউটার র্যামকে সারাক্ষণ ব্যস্ত রাখে এবং র্যামের কিছু জায়গা দখল করে রাখে। ফলে র্যামের কর্মদক্ষতা (capacity) কিছুটা কমে যায়। এজন্য এ সকল সফটওয়্যার কম্পিউটার চালুর সাথে সাথে চালু না করা ভালো। যখন প্রয়োজন তখন All program থেকে চালু করা যাবে। আর এজন্য Start up control করা ভাল। আর খুব সহজে Start up control এর জন্য এই PC utility সফটওয়্যারগুলো অনেক ভাল সুবিধা দিয়ে থাকে এবং এরা কম্পিটারের ব্যবহারে আরও কিছু বিশেষ সুবিধা প্রধান করে (যেমন: Duplicate file find, permanently delete file, force uninstall ইত্যাদি)।
Disk Defragment
নিচে কয়েকটি জনপ্রিয় Utilities Software এর নাম দেয়া হল:
1. Kingsoft PC Doctor.
2. TuneUp Utilities 2014.
3. MAGIX PC Check & Tuning.
4. Systweak Advanced System Optimizer.
5. iolo System Mechanic 12
- কম্পিউটারের দক্ষতা আরও কিছু বাড়ানোর জন্য নিয়মিত বা সাপ্তাহিকভাবে কম্পিউটারের সকল drive Optimize করাতে হবে। যা উইন্ডোজ ৭ এ Disk Defragment নামে পরিচিত। এই কাজটি সয়ংক্রিয়ভাবে করার জন্য যে কোন drive উপর মাউজ পয়েন্টার রেখে মাউজের Right button এ click করে Properties এ click করে উপরের Tool থেকে Defragment Now বা Optimize option এ গিয়ে schedule set করা যায়।
কিভাবে একটি কম্পিউটারের গতি বাড়ানো যায়:
|